গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০১৩ সালের ২৫ জুলাই তারিখে বাংলাদেশ ব্যাংক হতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড একই বছর ৫ আগস্ট এনআরবি গ্লোবাল ব্যাংক নামে তার কার্যক্রম শুরু করে। তবে এই চতুর্থ প্রজন্মের ব্যাংকটি নাম পরিবর্তন করে ২০২১ সালের জানুয়ারি হতে সম্পূর্ণরূপে ইসলামী শরীয়াহ-ভিত্তিক ব্যাংক হিসেবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটি বিভিন্ন দেশে বসবাসকারী ২৫ জন নামকরা ও দূরদৃষ্টিসম্পন্ন অনিবাসী বাংলাদেশির উদ্যোগের ফসল। এর সদর দপ্তর ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর ঢাকাস্থ গুলশান এভিনিউয়ের খন্দকার টাওয়ারে চালু করা হয়। পরবর্তীতে প্রধান কার্যালয়টি ২০১৮ সালের ৬ মে গুলশান এলাকার সায়হাম টাওয়ারে স্থানান্তরিত হয়। ২০২১ সালের জানুয়ারিতে ব্যাংকটির ৮০টি শাখা, ২৫টি উপ-শাখা এবং ৭৮টি এটিএম বুথ ছিল।

২০১৯ সালে সামগ্রিক ব্যাংকিং খাতের সর্বমোট আমানত এবং ঋণ ও অগ্রিমের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের হিস্যা ছিল যথাক্রমে ০.৬ শতাংশ এবং ০.৮ শতাংশ। বছর শেষে ব্যাংকের পুঞ্জিভূত আমানত ০.০২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮২,৭৫৬ মিলিয়ন টাকা; অন্যদিকে পুঞ্জিভূত ঋণ ও অগ্রিম ১৫.১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮২,৩৬৫.৩০ মিলিয়ন টাকা। এ বছর আমানত ও ঋণের মধ্যে সুদ-হারের গড় ব্যবধান ছিল ৩.৯ শতাংশ।

২০১৯ সালের শেষে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক প্রদত্ত ঋণ ও অগ্রিমের খাতওয়ারি পরিস্থিতি ছিল নিম্নরূপ: (ক) চলতি মূলধন অর্থায়ন ১৪.১৩%; (খ) ব্যবসা-বাণিজ্য ৫৯.৭৬%; (গ) শিল্প ৬.৬৩%; (ঘ) নির্মাণ ৩.১৭%; (ঙ) কৃষি, মৎস্য ও বনায়ন ১.০১%; (চ) বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ১.১%; (জ) অন্যান্য ঋণ ১৪.১৩%। বছরব্যাপী ব্যাংকটির মাধ্যমে গৃহীত প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৮৪৫ মিলিয়ন টাকা। তাছাড়া সামাজিক দায়বদ্ধতা (সি.এস.আর) খাতে ব্যাংকের ব্যয় ২০১৮ সালের ৯৭.১ মিলিয়ন টাকা হতে হ্রাস পেয়ে ২০১৯ সালে দাঁড়ায় ২.৮ মিলিয়ন টাকা।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নির্দেশনা, সরকারের রূপকল্প-২০২১, এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। ব্যাংকিং সেবা সহজীকরণের জন্যও ব্যাংকটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে করে সেবাসমূহ আরও গ্রাহক-বান্ধব হয়। [হেলাল উদ্দিন আহমেদ]

উৎস ব্যাংকিং অ্যালম্যানাক ২০১৬। ঢাকা: শিক্ষা বিচিত্রা, ডিসেম্বর ২০১৬; আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন ২০১৮-১৯। ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জুন ২০২০; গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ওয়েবসাইট।