গোদাইবাড়ি ধাপ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
গোধাইবাড়ি ধাপ, বগুড়া

গোদাইবাড়ি ধাপ  মহাস্থানগড়ের (বগুড়া জেলা) প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত। খনন কাজের ফলে এখানে একটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। গুপ্ত যুগ থেকে শুরু করে এ  মন্দির স্থাপত্য কয়েকবার পুনঃনির্মিত হয়েছে বলে প্রতীয়মান হয়।

এখানে প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খরোষ্ঠি/দেবনাগরী লিপিতে কয়েকটি উৎকীর্ণ অক্ষর সম্বলিত একটি প্রস্তরখন্ড, নকশা করা বহুসংখ্যক পোড়ামাটির ফলক এবং নকশাকাটা ইট।  [শফিকুল আলম]