গেজেট

গেজেট  সংবাদ ও বিজ্ঞাপনপত্র। সতেরো শতকে ইউরোপে অনেক সংবাদপত্র প্রকাশিত হয় যার নামের অংশ ছিল ‘গেজেট’, যেমন Oxford Gazette (১৬৬৫), Edinburgh Gazette (১৬৯০) এবং Dublin Gazette (১৭০৫)। ভারতের প্রথম সংবাদপত্রের নাম ছিল bengal Gazette (১৭৮০-১৭৮২)। India Gazette (১৭৮৪-১৮৬৪) ছিল সরকারের সাহায্যপুষ্ট একটি সাপ্তাহিক সংবাদপত্র। এতে থাকত সরকারের প্রজ্ঞাপন, বাণিজ্য জাহাজের আসা-যাওয়ার খবর এবং বেসামরিক ও সামরিক অফিসারদের নিয়োগ, আগমন ও প্রত্যাগমনের খবর। Calcutta Gazette and Oriental Advertiser প্রকাশিত হয় ১৭৯১ সালে। এর শিরোনাম পরে সংক্ষেপ করে Calcutta Gazette রাখা হয়। ১৮৪০ সাল থেকে সাপ্তাহিক Bengal Gazette ইংরেজি ও বাংলায় প্রকাশিত হতে থাকে। ১৮৬৪ সালে একটি সরকারি গেজেট পদ্ধতি প্রবর্তিত হয়, যার অধীনে India Gazette-এ একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সকল সরকারি কর্মচারীর নাম প্রকাশিত হতে থাকে। অনুরূপভাবে ১৮৬৪ সাল থেকে Calcutta Gazette-ও কতগুলি নির্দিষ্ট গ্রেডের সরকারি কর্মকর্তাদের নিয়োগ ও বদলির খবর প্রকাশ করতে থাকে। Calcutta Gazette-এ আরও থাকত বই ও জার্নাল প্রকাশনার খবর, পাবলিক পরীক্ষার ফল, আইন-কানুন পাসের খবর ইত্যাদি।

১৯৪৭ সালের আগস্ট মাস থেকে Dacca Gazette-এর প্রকাশনা শুরু হয়। একই নামের আরেকটি গেজেট সংবাদপত্র হিসেবে উনিশ শতকে (১৮৮৬-?) প্রকাশিত হতো। ১৯৪৭ সালের Dacca Gazette-টি ছিল একটি সরকারি প্রকাশনা। এতে থাকত পূর্ববাংলা সরকারের, হাইকোর্ট ও ট্রেজারির আদেশ ও প্রজ্ঞাপন; পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আদেশ ও প্রজ্ঞাপন; শিক্ষাবিষয়ক প্রজ্ঞাপন এবং পূর্ববাংলা আইন পরিষদ ও পাকিস্তান কেন্দ্রীয় আইন পরিষদ প্রণীত আইন-কানুন। এ ছাড়াও ঢাকা গেজেটে থাকত একটি আলাদা ক্রোড়পত্র, যেখানে অর্থনীতি, কৃষি, বাজারদর, সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস এবং জনসাধারণের প্রয়োজন সংক্রান্ত তথ্যাদি মুদ্রিত হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে Dacca Gazette-এর নাম পরিবর্তিত হয়ে হয় বাংলাদেশ গেজেট। এটি সরকার কর্তৃক প্রতি সপ্তাহে প্রকাশিত হয়।  [সিরাজুল ইসলাম]