গর্ভাবস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

("'''গর্ভাবস্থা''' (Gestation) জরায়ু-র অভ্যন্তরে ভ্রæণ ও ফিটাসের ক্র..." দিয়ে পাতা তৈরি)
 
সম্পাদনা সারাংশ নেই
 
১ নং লাইন: ১ নং লাইন:
'''গর্ভাবস্থা''' (Gestation)  জরায়ু-র অভ্যন্তরে ভ্রæণ ও ফিটাসের ক্রমবিকাশকালীন সময়কে গর্ভাবস্থা বলা  হয়। সফল প্রজনন-এর পর থেকে বাচ্চা জন্ম দেয়ার মধ্যবর্তী সময়কাল থেকে গর্ভকালীন সময় নির্নয় করা হয় এবং স্তন্যপায়ী প্রাণীদের গর্ভকালীন সময় সাধারণত জেনেটিক্যালি নির্ধারিত থাকে। গর্ভকালীন সময় প্রজাতি ভেদে ভিন্ন হয়, উদাহরণস্বরূপ, গাভীর গর্ভকালীন সময় ২৭০-২৯০ দিন, ছাগল-ভেড়ার ১৪৫-১৫৫ দিন এবং মহিষের ৩০৫-৩২০ দিন। অধিকন্ত প্রাণীর আকার এবং গর্ভকালীন সময়ের মধ্যে ধণাত্বক সম্পর্ক রয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া ছোট প্রাণীকুলের গর্ভকালীন সময় সর্বদা বড় আকারের প্রাণীর তুলনায় কম। স্তন্যপায়ী প্রাণীতে গর্ভকালীন সময় বিভিন্ন নিয়ামক যেমন মায়ের বয়স, বাচ্চার লিঙ্গ, ঋতু, খাদ্য ইত্যাদি দ্বারা প্রভাবান্নিত হয়। সাধারণত বয়স্ক গাভীর গর্ভকালীন সময় কম বয়স্ক গাভীর চেয়ে বেশি। অন্যদিকে ষাঁড় বাচ্চার গর্ভকালীন সময় বকনা বাচ্চার তুলনায় ২-৪ দিন বেশি হতে পারে। ভ্রুণ ও বাচ্চার বৃদ্ধি এবং অন্যান্য বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে গর্ভকালীন সময়কে তিনটি পর্যায়ে ভাগ করা যায় যেখানে প্রতিটি ধাপের সময়সীমা গাভীতে আনুমানিক তিন মাস। গর্ভাবস্থার প্রথম পর্যায়ে জাইগোট তৈরি ও বিভাজন, প্রতিস্থাপনপূর্ব ভ্রুণগঠন, ভ্রুণের প্রতিস্থাপন এবং বাচ্চার বৃদ্ধি সংঘটিত হয়। এই পর্যায়ে ভ্রুণের ওজনের তুলনায় আকৃতির দ্রæত বৃদ্ধি ঘটে। দ্বিতীয় পর্যায়ে গর্ভাবস্থার ২৬তম সপ্তাহ পর্যন্ত বাচ্চার দৈহিক বৃদ্ধির হার আনুপাতিক হারে ধীরে ধীরে সংঘটিত হয়। গর্ভাবস্থার ৩য় পর্যায়ে বাচ্চার দৈহিক বৃদ্ধি দ্রুত ঘটে এবং বাচ্চার মোট ওজনের ৭০ শতাংশ বৃদ্ধি এই দশায় হয়ে থাকে।  [মোহাম্মদ শামছুল আলম ভূঞা]
'''গর্ভাবস্থা''' (Gestation)  জরায়ু-র অভ্যন্তরে ভ্রুণ ও ফিটাসের ক্রমবিকাশকালীন সময়কে গর্ভাবস্থা বলা  হয়। সফল প্রজনন-এর পর থেকে বাচ্চা জন্ম দেয়ার মধ্যবর্তী সময়কাল থেকে গর্ভকালীন সময় নির্নয় করা হয় এবং স্তন্যপায়ী প্রাণীদের গর্ভকালীন সময় সাধারণত জেনেটিক্যালি নির্ধারিত থাকে। গর্ভকালীন সময় প্রজাতি ভেদে ভিন্ন হয়, উদাহরণস্বরূপ, গাভীর গর্ভকালীন সময় ২৭০-২৯০ দিন, ছাগল-ভেড়ার ১৪৫-১৫৫ দিন এবং মহিষের ৩০৫-৩২০ দিন। অধিকন্ত প্রাণীর আকার এবং গর্ভকালীন সময়ের মধ্যে ধণাত্বক সম্পর্ক রয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া ছোট প্রাণীকুলের গর্ভকালীন সময় সর্বদা বড় আকারের প্রাণীর তুলনায় কম। স্তন্যপায়ী প্রাণীতে গর্ভকালীন সময় বিভিন্ন নিয়ামক যেমন মায়ের বয়স, বাচ্চার লিঙ্গ, ঋতু, খাদ্য ইত্যাদি দ্বারা প্রভাবান্নিত হয়। সাধারণত বয়স্ক গাভীর গর্ভকালীন সময় কম বয়স্ক গাভীর চেয়ে বেশি। অন্যদিকে ষাঁড় বাচ্চার গর্ভকালীন সময় বকনা বাচ্চার তুলনায় ২-৪ দিন বেশি হতে পারে। ভ্রুণ ও বাচ্চার বৃদ্ধি এবং অন্যান্য বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে গর্ভকালীন সময়কে তিনটি পর্যায়ে ভাগ করা যায় যেখানে প্রতিটি ধাপের সময়সীমা গাভীতে আনুমানিক তিন মাস। গর্ভাবস্থার প্রথম পর্যায়ে জাইগোট তৈরি ও বিভাজন, প্রতিস্থাপনপূর্ব ভ্রুণগঠন, ভ্রুণের প্রতিস্থাপন এবং বাচ্চার বৃদ্ধি সংঘটিত হয়। এই পর্যায়ে ভ্রুণের ওজনের তুলনায় আকৃতির দ্রæত বৃদ্ধি ঘটে। দ্বিতীয় পর্যায়ে গর্ভাবস্থার ২৬তম সপ্তাহ পর্যন্ত বাচ্চার দৈহিক বৃদ্ধির হার আনুপাতিক হারে ধীরে ধীরে সংঘটিত হয়। গর্ভাবস্থার ৩য় পর্যায়ে বাচ্চার দৈহিক বৃদ্ধি দ্রুত ঘটে এবং বাচ্চার মোট ওজনের ৭০ শতাংশ বৃদ্ধি এই দশায় হয়ে থাকে।  [মোহাম্মদ শামছুল আলম ভূঞা]


[[en:Gestation]]
[[en:Gestation]]

১৫:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

গর্ভাবস্থা (Gestation) জরায়ু-র অভ্যন্তরে ভ্রুণ ও ফিটাসের ক্রমবিকাশকালীন সময়কে গর্ভাবস্থা বলা হয়। সফল প্রজনন-এর পর থেকে বাচ্চা জন্ম দেয়ার মধ্যবর্তী সময়কাল থেকে গর্ভকালীন সময় নির্নয় করা হয় এবং স্তন্যপায়ী প্রাণীদের গর্ভকালীন সময় সাধারণত জেনেটিক্যালি নির্ধারিত থাকে। গর্ভকালীন সময় প্রজাতি ভেদে ভিন্ন হয়, উদাহরণস্বরূপ, গাভীর গর্ভকালীন সময় ২৭০-২৯০ দিন, ছাগল-ভেড়ার ১৪৫-১৫৫ দিন এবং মহিষের ৩০৫-৩২০ দিন। অধিকন্ত প্রাণীর আকার এবং গর্ভকালীন সময়ের মধ্যে ধণাত্বক সম্পর্ক রয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া ছোট প্রাণীকুলের গর্ভকালীন সময় সর্বদা বড় আকারের প্রাণীর তুলনায় কম। স্তন্যপায়ী প্রাণীতে গর্ভকালীন সময় বিভিন্ন নিয়ামক যেমন মায়ের বয়স, বাচ্চার লিঙ্গ, ঋতু, খাদ্য ইত্যাদি দ্বারা প্রভাবান্নিত হয়। সাধারণত বয়স্ক গাভীর গর্ভকালীন সময় কম বয়স্ক গাভীর চেয়ে বেশি। অন্যদিকে ষাঁড় বাচ্চার গর্ভকালীন সময় বকনা বাচ্চার তুলনায় ২-৪ দিন বেশি হতে পারে। ভ্রুণ ও বাচ্চার বৃদ্ধি এবং অন্যান্য বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে গর্ভকালীন সময়কে তিনটি পর্যায়ে ভাগ করা যায় যেখানে প্রতিটি ধাপের সময়সীমা গাভীতে আনুমানিক তিন মাস। গর্ভাবস্থার প্রথম পর্যায়ে জাইগোট তৈরি ও বিভাজন, প্রতিস্থাপনপূর্ব ভ্রুণগঠন, ভ্রুণের প্রতিস্থাপন এবং বাচ্চার বৃদ্ধি সংঘটিত হয়। এই পর্যায়ে ভ্রুণের ওজনের তুলনায় আকৃতির দ্রæত বৃদ্ধি ঘটে। দ্বিতীয় পর্যায়ে গর্ভাবস্থার ২৬তম সপ্তাহ পর্যন্ত বাচ্চার দৈহিক বৃদ্ধির হার আনুপাতিক হারে ধীরে ধীরে সংঘটিত হয়। গর্ভাবস্থার ৩য় পর্যায়ে বাচ্চার দৈহিক বৃদ্ধি দ্রুত ঘটে এবং বাচ্চার মোট ওজনের ৭০ শতাংশ বৃদ্ধি এই দশায় হয়ে থাকে। [মোহাম্মদ শামছুল আলম ভূঞা]