গড়

গড় (Garh)  সাধারণত বন্যামুক্ত উঁচুভূমিকে বোঝায়। গড়ভূমি প্রধানত বাংলাদেশের প্লাইসটোসিন চত্বর  মধুপুর গড়বরেন্দ্রভূমি, লালমাই ও আখাউড়া এলাকায় দেখতে পাওয়া যায়। একসময় এ গড় এলাকাগুলি ঘন নিবিড় শাল (Shorea robusta) বনে পূর্ণ ছিল, বর্তমানে বেশিরভাগ বনই অবৈধভাবে গাছ কাটার ফলে ধ্বংস হয়ে গেছে। সমস্ত গড় এলাকাতেই মাঝারি থেকে হালকা ধরনের বচূর্ণীভবন হয়ে থাকে। মাটি অত্যধিক জারিত এবং এ ধরনের মাটিকে সাধারণত ল্যাটেরাইটিক মৃত্তিকা বলা হয়। এ মাটিতে

পলি ও কাদার প্রাধান্য থাকে এবং এলাকার বন্ধুরতার উপর ভিত্তি করে লালচে বাদামী থেকে ধূসর পর্যন্ত বিভিন্ন রঙের হয়ে থাকে। গড় এলাকার মাটিতে জৈব পদার্থের উপস্থিতি ন্যূনতম এবং শবজি চাষ ছাড়া অন্য কৃষি কাজের জন্য খুব একটা উপযোগী নয়। মধুপুর গড়ের কিছু অংশে  আনারস চাষ করা হয়ে থাকে। মধুপুর গড় এলাকা  কাঁঠাল এবং বাঁশঝাড়ের জন্যও বিখ্যাত।  [মোহা. শামসুল আলম]

আরও দেখুন মধুপুর গড়