খান, মুজিবুর রহমান১

খান, মুজিবুর রহমান১ (১৮৭৩-১৯৪০)  সাংবাদিক, ভারতীয় জাতীয়তাবাদী কর্মী। তিনি ২৪ পরগণা জেলার বসিরহাটের নেহালপুরে জন্মগ্রহণ করেন। সংবাদপত্রের সঙ্গে তাঁর প্রাথমিক সংযোগ গড়ে ওঠে বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর দি বেঙ্গলী পত্রিকায়, পত্র ও সাময়িকী লেখার মাধ্যমে। পরে তিনি মাসিক পত্রিকা মিহির ও সুধাকর-এ প্রবন্ধ লেখা শুরু করেন। তিনি সাপ্তাহিক ইসলাম রবি-র সম্পাদক হিসেবে কিছুকাল কাজ করেন। ১৯০৬ সালে মুজিবুর রহমান ব্যারিস্টার আব্দুল রসুল কর্তৃক প্রতিষ্ঠিত ইংরেজি সাপ্তাহিক দি মুসলমান-এর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি এখানে দীর্ঘ তেরো বছর কর্মরত ছিলেন। এ সময়ে জাতীয়তাবাদী চেতনায় মুজিবুর রহমান ভারতীয় জাতীয় নেতাদের, বিশেষ করে সুভাষচন্দ্র বসুর সংস্পর্শে আসেন।

দি মুসলমান এ সময় মুসলিম লীগের প্রতি বিশেষভাবে ঝুঁকে পড়ে। এজন্য জাতীয়তাবাদী মুজিবুর রহমান পত্রিকার ম্যানেজমেন্টের বিরাগভাজন হন। ১৯৩৬ সালে দি মুসলমান থেকে তাঁকে বের হয়ে যেতে বাধ্য করা হয়। ১৯৩৭ সালে তিনি তাঁর জাতীয়তাবাদী সহকর্মীদের সহযোগিতায় ইংরেজি সাময়িকী দি কমরেড প্রকাশ করেন। এই ‘কমরেড’ নামটি তিনি বলকান যুদ্ধ চলাকালীন মওলানা মুহম্মদ আলীর উপনিবেশ বিরোধী পত্রিকা কমরেড থেকে নিয়েছেন। কিন্তু পত্রিকাটি প্রতিষ্ঠার কয়েক মাস পরেই তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। ১৯৪০ সালের অক্টোবরে তাঁর মৃত্যু হয়।  [সৈয়দ আলী ইমাম]