খান, দ্বীন মোহাম্মদ

খান, দ্বীন মোহাম্মদ (১৯০০-১৯৭৪)  উর্দু ভাষার পন্ডিত, তাফসীরকার। তিনি ১৯০০ সালের জানুয়ারি মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৫ থেকে ১৯২০ সাল পর্যন্ত দেওবন্দ মাদ্রাসায় পাঁচ বছর অধ্যায়ন করেন। উক্ত সময় তিনি ফিকহ, হাদীস, তফসির ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন। ১৯২১ সালে তিনি ঢাকায় হাম্মাদিয়া মাদ্রাসায় কিছুদিন শিক্ষকতা করেন। পরবর্তীতে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বার্মা গমন করেন। রেঙ্গুনে তিনি একটি বৃহৎ মসজিদে কোরআনের তাফসীর আরম্ভ করেন। ১৯৪০ সালে পুনরায় ঢাকায় ফিরে আসেন।

১৯৪৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে তিন বছর ঢাকা আলিয়া মাদ্রাসায় অধ্যাপনা করেন। ১৯৫০ সালে তিনি ঢাকার লালবাগ মাদ্রাসায় হাদীস তাফসীরের শিক্ষক ও মাদ্রসার প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা ছিলেন। তিনি চকবাজার শাহী মসজিদে এশার নামাজের পর উর্দু ভাষায় কোরআনের তাফসীর করতেন। অল্প সময়ে তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তাঁর উর্দু ভাষার তাফসীরের প্রতি ঢাকার মানুষের আকর্ষণ বেড়ে যায়। আরবি ভাষায়ও তাঁর বেশ দখল ছিল। তিনি বাংলা ভাষায় তফসীরে সূরা ইউসুফ লিখে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেন। রেঙ্গুনে অবস্থানকালে মুশকিল আসান নামে উর্দু ভাষায় তাঁর দোয়া দরুদের গ্রন্থ প্রকাশিত হয়। সূরা ইউসুফ অবলম্বনে লিখিত তাঁর কুরআনের সুন্দরতম কাহিনী গ্রন্থটি ১৯৫২ সালে প্রকাশিত হয়। ঢাকা রেডিও থেকে ‘কুরআনে হাকীম ও আমাদের জিন্দেগী’ নামক অনুষ্ঠানে তাঁর প্রচারিত তাফসীর অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৭৪ সালে ২ ডিসেম্বর মুফতি দ্বীন মোহাম্মদ পরলোকগমন করেন।  [রফিকুল ইসলাম রফিক]