খাতুন, মুফতী নূরুন্নেছা

খাতুন, মুফতী নূরুন্নেছা (১৯৩৯-১৯৯৭)  উদ্ভিদবিজ্ঞানী, শিক্ষিকা, লেখিকা ও উদ্যান পালনবিদ। তিনি ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর দরগাহ মহল্লাস্থ বিশিষ্ট মুফতী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে আসামের শিলংয়ে। ১৯৪৭ সালে তিনি সিলেটে চলে আসেন এবং সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। তিনি ১৯৫৩ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাস করেন।

মুফতী নূরুন্নেছা খাতুন সিলেট মুরারীচাঁদ কলেজ থেকে আই.এসসি ও বি.এসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ রোগতত্ত্ব (Phytopathology) বিশেষ শাখায় উদ্ভিদবিজ্ঞানে এম.এসসি ডিগ্রি লাভ করেন। ঢাকার কায়েদে আজম কলেজ এবং সিলেট মহিলা কলেজে স্বল্পকালীন শিক্ষকতাসহ ১৯৬০ সালে সিলেট মুরারীচাঁদ কলেজে তাঁর নিয়মিত শিক্ষকতার জীবন শুরু হয়। তিনি ১৯৬৩ সালে ঢাকা কলেজে এবং তারপর ১৯৬৬ সালে ঢাকা সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজে বদলি হন। তিনি ১৯৬৭ সালে সহকারী অধ্যাপক হিসেবে জগন্নাথ কলেজে যোগদান করেন। ইংল্যান্ডের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে তিনি এম.এস ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জগন্নাথ কলেজ, ইডেন গার্লস কলেজ ও বেগম বদরুন্নেছা মহিলা কলেজে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৭৫-৮১ সাল পর্যন্ত বেগম বদরুন্নেছা মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিদ্যা বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৯২ সালে খুলনা মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে স্বাস্থ্যগত কারণে একই বছর স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

অধ্যাপিকা মুফতী নূরুন্নেছা খাতুন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির আজীবন সদস্য এবং ইংল্যান্ডের রয়াল ন্যাশনাল রোজ সোসাইটির (Royal National Rose Society of England) একজন সদস্য ছিলেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ ন্যাশনাল রোজ সোসাইটি প্রতিষ্ঠা করেন। মুফতী নুরুন্নেছা খাতুন বহু বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ লিখেছেন, অনুবাদ করেছেন এবং চন্দনা, বিজ্ঞান বিচিত্রা, পুরগামী বিজ্ঞান ইত্যাদি সাময়িকীতে লিখেছেন। তাঁর লেখা ‘গোলাপ’ বাংলাদেশে গোলাপ উৎপাদন ও চাষ  সম্পর্কিত উল্লেখযোগ্য পুস্তক। তিনি ১৯৯৭ সালের ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।  [মাহবুবার রহমান খান]