উইলিংডন, লর্ড

লর্ড উইলিংডন

উইলিংডন, লর্ড (১৮৬৬-১৯৪১)  ১৯৩১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়। তিনি ইটন এবং ক্যামব্রিজ-এ শিক্ষা লাভ করেন। ভাইসরয় হওয়ার আগে মারকুইস ফ্রিম্যান টমাস উইলিংডন বোম্বাই (১৯১৩-১৯১৯) ও মাদ্রাজের (১৯১৯-২৪) গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নিতে কংগ্রেসকে সম্মত করা, দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলন নিষ্ক্রিয়করণ ও ১৯৩৫ সালের ভারত শাসন আইন সংক্রান্ত বিল প্রণয়নে সাহায্য করা ছিল ব্রিটিশ সরকারের প্রতি তাঁর বড় অবদান।

১৯৩৫ সালের ভারত শাসন আইন তিনিই কার্যকর করেন। কিন্তু ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কিছুকাল পূর্বেই উইলিংডনের মেয়াদ শেষ হয়ে যায় এবং লর্ড লিনলিথগো তাঁর স্থলাভিষিক্ত হন। লিনলিথগো তাঁর পূর্বসূরির প্রণীত নির্বাচনী ব্যবস্থা কার্যকর করেন। [সিরাজুল ইসলাম]