ইসলাম, মির্জা মাজহারুল

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:২১, ৬ অক্টোবর ২০২৩ তারিখে সংশোধিত সংস্করণ ("right|thumbnail|200px|মির্জা মাজহারুল ইসলাম '''ইসলাম, মির্জা মাজহারুল''' (১৯২৭-২০২০) বিশিষ্ট ভাষা আন্দোলন সৈনিক, চিকিৎসক, লেখক এবং শিক্ষাবিদ। তিনি ১৯২৭ সালের ১লা জানুয়ারি টাঙ..." দিয়ে পাতা তৈরি)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
মির্জা মাজহারুল ইসলাম

ইসলাম, মির্জা মাজহারুল (১৯২৭-২০২০) বিশিষ্ট ভাষা আন্দোলন সৈনিক, চিকিৎসক, লেখক এবং শিক্ষাবিদ। তিনি ১৯২৭ সালের ১লা জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতীর আগাচরণ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হেলালুদ্দীন ব্রিটিশ কোম্পানির কর্মকর্তা ছিলেন এবং মা ছন্দা খাতুন ছিলেন একজন গৃহিণী।

ডা. মাজহারুল ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ সালে সরকারি হাসপাতালে তাঁর কর্মজীবন শুরু। তিনি সার্জারি বিভাগের প্রধান ছিলেন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালট্যান্ট ছিলেন।

তিনি ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের লক্ষ্যে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ-এর সদস্য এবং প্রথম শহীদ মিনারের একজন নির্মাতা ছিলেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের নেতৃত্ব দেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য ডা. মির্জা মাজহারুল ইসলাম ২০১৮ সালে ‘একুশে পদক’-এ ভূষিত হন।

ডা. মির্জা মাজহারুল ইসলাম ২০২০ সালের ১১ই অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। [ইয়ারুল কবীর]]