আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়

আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়  পূর্ববঙ্গের একমাত্র শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ‘এক্সপেরিমেন্টাল স্কুল’ হিসেবে ১৯০৪ সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্ম। বর্তমানে বিদ্যালয়টি আরমানিটোলা এলাকায় ১ আবুল খায়রাত রোডে অবস্থিত। ব্রিটিশ নির্মাণ শৈলীতে লাল ইটের গাঁথুনিতে তৈরি স্কুল ভবনের সামনে ও পেছনে রয়েছে দু’টি প্রশস্ত খেলার মাঠ। শত বছরের পুরোনো বিদ্যালয়টিতে প্রাচীন কাঠের সিঁড়ি, গ্যালারি ও লাইব্রেরি আজও বিদ্যমান।

১৯৯৬ সালে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির জন্মলগ্ন থেকে ছাত্ররা মেধা তালিকায় ১ম স্থানসহ বিভিন্ন স্থান অধিকারের গৌরব অর্জন করে। বর্তমান পরীক্ষা পদ্ধতিতে প্রায় প্রতি বছরই ছাত্ররা শতভাগ পাশের সাথে উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ৫ পেয়ে আসছে। ২০০৯ সালে ঢাকা মহানগরীর যে দু’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাশের সাফল্য অর্জন করে এই বিদ্যালয়টি তাদের অন্যতম।

তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে ১৯০০ জন ছাত্র এবং ৫৫ জন শিক্ষকশিক্ষিকা রয়েছেন। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন জে. ই হুইটেকার।  [তানজীল আশ্রাফ]