অ্যান্ডারসন, স্যার জর্জ

অ্যান্ডারসন, স্যার জর্জ (১৮৭৬-১৯৪৩)  অধ্যাপক ও শিক্ষাবিদ। তিনি ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাঁর পেশাগত জীবনের অনেকটা সময় ভারতে অতিবাহিত করেন। তিনি ১৮৭৬ সালের ১৫ মে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন এডওয়ার্ড জন অ্যান্ডারসন। তাঁর শিক্ষা জীবন শুরু হয় ইংল্যান্ডের উইনচেস্টারে, পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি অর্জন করেন। ১৮৯৯ সালে তিনি আধুনিক ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ইস্টবোর্নের এক স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯০৩-০৮ সালে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল এডুকেশন ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

১৯০৯ সালে তিনি ভারতে বদলি হয়ে ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসে যোগদান করেন এবং বোম্বের (মুম্বাই) এলফিনস্টোন কলেজে ইংরেজি ও ইতিহাসে অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯১৫ সালে তিনি ভারত সরকারের শিক্ষা বিভাগের সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেন। ১৯১৭ সালে তিনি  কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সচিব হিসেবে মনোনীত হন। ১৯২০ সালে তিনি পাঞ্জাবের পাবলিক ইন্সট্রাকশন বিভাগের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ভারত সরকারের শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করে তিনি ১৯৩৬ সালে পেশাগত জীবন থেকে অবসর নেন। পেশাগত জীবনের সাফল্যের জন্য তাঁকে ব্রিটিশ সরকার ১৯২০ সালে Companion of the Order of the Indian Empire (CIE) হিসেবে সম্মানিত করে, ১৯২৪ সালে নাইট উপাধিতে ভূষিত করে এবং ১৯৩২ সালে Companion of the Order of the Star of India (CSI) হিসেবে সম্মানিত করে।

স্যার জর্জ অ্যান্ডারসন পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি বিভিন্ন গ্রন্থ রচনাতেও কৃতিত্ব দেখান। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো এ শর্ট হিস্টরি অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ই. মার্সডেন সহযোগে) ১৯১২; ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, ১৯১৩; এক্সপানশন অব ইন্ডিয়া (এম. সুডেবার সহযোগে) এবং ক্রিস্টিয়ান এডুকেশন ইন ইন্ডিয়া (এইচ. হোয়াইটহেড সহযোগে), ১৯৩২।

১৯৪৩ সালের ১৫ মে তাঁর মৃত্যু হয়।  [মো. মামুনূর রশীদ]