অবসর প্রস্ত্ততিমূলক ছুটি

অবসর প্রস্ত্ততিমূলক ছুটি (এলপিআর)  বা ‘অবসর পরবর্তী ছুটি’ সরকারি কর্মচারীদের একটি প্রাপ্য সুবিধা। সরকারি কর্মচারী (অবসর) আইন ১৯৭৪-এর ৭ অনুচ্ছেদের বিধান মোতাবেক একজন সরকারি কর্মচারীর বয়স সাতান্ন বছর পূর্ণ হলে তার অবসর গ্রহণ বাধ্যতামূলক, যদি তিনি ইতোপূর্বে সরকার কর্তৃক বাধ্যতামূলকভাবে কিংবা অন্য কোনো কারণে অবসর গ্রহণ না করে থাকেন। এ আইনে ৪ক অনুচ্ছেদ সংযোজন করে মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবসর গ্রহণের বয়োঃসীমা সাতান্ন বছর থেকে বাড়িয়ে উনষাট বছর করা হয় এবং ২০১০ সালের ৫নং আইনের অধীনে ২০১০ সাল থেকে কার্যকর করা হয়। অনুরূপভাবে ২০১২ সালের ২নং আইনবলে মুক্তিযোদ্ধা নির্বিশেষে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর অবসর গ্রহণের বয়স ২০১২ সাল থেকে উনষাট বছর পর্যন্ত বর্ধিত করা হয়। এ আইনমতে একজন সরকারি কর্মচারী চাকুরি থেকে অবসর গ্রহণকালে তার বয়স সাতান্ন বছর বর্তমানে উনষাট বছর পূর্ণ হওয়ার পরদিন থেকে অতিরিক্ত এক বছরের জন্য অবসর প্রস্ত্ততিমূলক ছুটি ভোগ করতে পারেন। অবশ্য এ ছুটি এলপিআর অতিক্রান্ত হওয়ার পরও এক বছর অর্থাৎ উনষাট বছর বয়স পূর্ণ হওয়ার পরও বর্ধিত হতে পারে। অবসর প্রস্ত্ততিমূলক ছুটির মেয়াদ শেষ হওয়ার পর একজন সরকারি কর্মচারীর অবসর গ্রহণ কার্যকর হয়।

[এ.এম.এম শওকত আলী]