সঞ্চয়ন ক্ষিতিজ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০৫, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

সঞ্চয়ন ক্ষিতিজ (Illuvial Horizon)  মৃত্তিকা পরিলেখে উপরে অবস্থিত ক্ষিতিজ থেকে বস্ত্ত ক্ষরিত ও নিচের ক্ষিতিজে সঞ্চিত হয়ে উৎপন্ন ক্ষিতিজ। সঞ্চয়নের ফলে ক্ষিতিজটি বস্ত্ত দ্বারা সমৃদ্ধিশালী হয়। সঞ্চিত বস্ত্তগুলো হতে পারে এঁটেল, আয়রন, অ্যালুমিনিয়াম হিউমাস, সেস্কুইক্সাইড, কার্বনেট, দ্রবনীয় লবণ, বা এদের এক বা একাধিক বস্ত্তর মিশ্রণ। এসব বস্ত্ত অন্য বস্ত্তর উপর প্রলেপন ও গোলক (nodules) আকারে বা মোটামুটিভাবে ক্ষিতিজে সমরূপে বিস্তৃত থাকতে পারে। বাংলাদেশের মতো অর্ধ-আর্দ্র উপক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা ক্ষিতিজের বৈশিষ্ট্য সৃষ্টিতে সঞ্চয়ন প্রক্রিয়া একটি মুখ্য ভূমিকা পালন করে। অধিকাংশ সোপান মৃত্তিকা এবং কিছু পাহাড়ি অঞ্চলের অন্তর্মৃত্তিকা ও অন্তঃস্তরে এঁটেলের আবরণ বা argillans থাকে, কিন্তু এ ধরনের বৈশিষ্ট্য কদাচিৎই পললভূমি মৃত্তিকাতে দেখা যায়। কেবলমাত্র একটি মৃত্তিকা সিরিজে (কাশিমপুর সিরিজ নামক মধুপুর ও বরেন্দ্র অঞ্চলের গাঢ় লাল-বাদামি সোপান মৃত্তিকা) পেডের (ped) পৃষ্ঠে সুস্পষ্ট এঁটেল আবরণ তৈরি হয়।  [সিরাজুল হক]