শাহ গদার দরগাহ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শাহ গদার দরগাহ  এক গম্বুজবিশিষ্ট ছত্রীর আকৃতির একটি মুগল ইমারত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরাতন মালদহ শহরের মোগলটুলি এলাকায় কাটরা ও জামি মসজিদের মধ্যবর্তী স্থানে এটি অবস্থিত। ইমারতটির সামনে ছোট প্রবেশদ্বার বিশিষ্ট একটি উন্মুক্ত অঙ্গন রয়েছে। শাহ  গদা খুব বিখ্যাত কোন ব্যক্তি ছিলেন বলে মনে হয় না। সাধারণত দরবেশদের ঘিরে যেসব কিংবদন্তি প্রচলিত থাকে, সে রকম কোন কিংবদন্তি থেকেও তাঁর পরিচয় সম্পর্কে তেমন কিছু জানা যায় না। ইমারতটিতে অবশ্য দুটি শিলালিপি রয়েছে। প্রবেশদ্বারের উপরে স্থাপিত একটি শিলালিপিতে পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসক  নাসিরুদ্দীন মাহমুদ শাহের আমলে একটি মসজিদ নির্মাণের উল্লেখ রয়েছে। আর সমাধির প্রবেশদ্বারের উপরে স্থাপিত অন্য শিলালিপিতেও একটি মসজিদ নির্মাণের উল্লেখ রয়েছে, তবে সেটি সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আমলের। সাধারণত মনে করা হয়, শাহ গদা নাসিরুদ্দীন মাহমুদ শাহের আমলে খ্যাতি লাভ করেছিলেন। আর তাঁর কবরের উপরের সমাধিটি সম্ভবত নির্মিত হয়েছিল মুগল আমলে।  [এ.বি.এম হোসেন]