দুর্জন সিংহ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৪৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

দুর্জন সিংহ  রাজা মানসিংহের পুত্র এবং সম্রাট আকবর এর রাজকীয় বাহিনীর সেনাপতি। তিনি উড়িষ্যায় আফগানদের বিরুদ্ধে যুদ্ধে সাহসিকতার পরিচয় দেন। তাঁর পিতার সুবাহদারি আমলে ১৫৯৪ খ্রিস্টাব্দে তাঁকে বাংলায় একটি জায়গির প্রদান করা হয়। ১৫৯৬ খ্রিস্টাব্দে কাকরুয়ার দুর্গ দখল করা ছাড়াও এ তরুণ সেনাধ্যক্ষ ঐ বছর ২০ জুন সুলায়মান খান লোহানী ও  কেদার রায়এর নিকট থেকে ভূষণা দুর্গ পুনরুদ্ধার করেন। ১৫৯৭ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দুর্জন সিংহকে ঢাকার নিকটবর্তী ঈসা খান এর ঘাঁটি কাত্রাবো আক্রমণের জন্য প্রেরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে কিছুটা সাফল্য অর্জন করলেও শেষ পর্যন্ত ১৫৯৭ খ্রিস্টাব্দের ৫ সেপ্টেম্বর বিক্রমপুরের ২০ কিলোমিটার দূরে এক নৌ-যুদ্ধে তিনি ঈসা খান কর্তৃক পরাজিত ও নিহত হন।  [এ.এ শেখ মোহাম্মদ আসরারুল হক চিশ্তী]