বুড়িখোড়া-চিকি নদী
বুড়িখোড়া-চিকি নদী (Burikhora-Chiki River) নীলফামারী জেলার ডোমার উপজেলার প্রায় ৪ কিমি ভাটিতে নিম্ন জলাভূমি থেকে নদীটি উৎপন্ন হয়ে অাঁকাবাঁকা পথে প্রায় ৪৮ কিমি পথ প্রবাহিত হয়ে বদরগঞ্জ রেল স্টেশনের কাছে দেওনাই চাড়াল নদীর সঙ্গে মিলিত হয়েছে। বুড়িখোড়া-চিকির নাব্যতা খুব কম এবং জোয়ার-ভাটার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। সাধারণত আগস্ট থেকে অক্টোবর মাসে প্রবাহ বেশি থাকে এবং ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে শুকিয়ে যায়। নদীর রেকর্ডকৃত সর্বোচ্চ প্রবাহ ২,৩৭০ কিউসেক। [সুলতানা নাসরিন বেবী]