বিজয় কেতন জাদুঘর

Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৩০, ২১ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বিজয় কেতন জাদুঘরমুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বীরত্বসূচক খেতাবপ্রাপ্তদের স্মরণে নির্মিত। বিজয়  কেতন জাদুঘরের মূলমন্ত্র: ‘অতীতকে শ্রদ্ধা কর, ভবিষ্যতকে আলোকিত কর।’ ঢাকা ক্যান্টনমেণ্টে অবস্থিত এই জাদুঘরটির মূল প্রদর্শনীয় সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি, আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দিশালা। এগুলির নামকরণ হয়েছে ‘হল অফ ফেম’। তাছাড়া দর্শকরা এখানে দেখতে পাবেন বাংলাদেশের সংবিধানের মূলকপি, জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র এবং ধাতুপাতে ক্ষোদিত জাতীয় সঙ্গীত।

যাদুঘরের মূল ফটকে স্থাপিত হয়েছে একটি ভাস্কর্য। এতে আছে সাত জন মুক্তিযোদ্ধার মূর্তি; এদের একজন হলেন বাংলাদেশের পতাকাবাহী এক নারী। এই বিশেষ ভাস্কর্যটিকেও বিজয় কেতন বলা হয়। পৃথক নাম সত্ত্বেও বঙ্গবন্ধু জাদুঘর বস্ত্তত বিজয় কেতন জাদুঘরেরই একটি অংশ। এটি ‘হল অফ ফেম’ থেকে কয়েক গজ উত্তরে অবস্থিত।  [সৈয়দ মোহাম্মদ সালেহ্ উদ্দিন]