বার্মান টারশিয়ারী বেসিন
বার্মান টারশিয়ারী বেসিন (Burman Tertiary Basin) সেন্ট্রাল বার্মা বেসিন নামেও পরিচিত। বার্মার এই গুরুত্বপূর্ণ টারশিয়ারী বেসিন ৬ কোটি ৫০ লক্ষ বছর থেকে ২০ লক্ষ বছরের পুরানো। বার্মার (মায়ানমার) মধ্যাঞ্চলের এই বেসিন ১৬০ উত্তর অক্ষাংশ থেকে ২৫০ উত্তর অক্ষাংশ এবং ৯৫০ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯৭০ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। বার্মার কেন্দ্র চিরে প্রায় ১,১০০ কিমি দীর্ঘ এই বেসিন প্রাচীন-বার্মা ও ইন্দো-বার্মা পর্বতমালার মধ্যবর্তী নিম্নাঞ্চল নিয়ে গঠিত। আগ্নেয়-বাঁক কমপ্লেক্সের উত্তর-দক্ষিণ অভিমুখী টারশিয়ারী আগ্নেয়শিলা, সেন্ট্রাল বার্মা বেসিনকে পশ্চিমে বিস্তৃত সম্মুখ-বাঁক বেসিনে ও পূর্বে বিস্তৃত পশ্চাৎ-বাঁক বেসিনে বিভক্ত করেছে। ফোর-আর্ক বেসিন অর্থাৎ সম্মুখ-বাঁক বেসিন টারশিয়ারী থেকে সাম্প্রতিক কালের (৬ কোটি ৬০ লক্ষ বছর আগে থেকে বর্তমান) ৯,১৪৪ মিটারেরও বেশি পুরু একটি পললের অংশ ধারণ করে আছে, যা অজ্ঞাত পুরুত্ববিশিষ্ট প্রাচীনতর পললের উপর ভর করে রয়েছে। মধ্য বার্মা বেসিনের পশ্চাৎ-বাঁক বেসিন একটি মধ্য-টারশিয়ারী ও অপেক্ষাকৃত নতুন গঠন এবং প্রধানত মায়োসিন (২ কোটি ৪০ লক্ষ থেকে ৫০ লক্ষ বছর আগে) এবং অপেক্ষাকৃত আধুনিক হ্রদ-সৃষ্ট ও নদী-সৃষ্ট পলল ধারণ করে। মধ্যজীবীয় (Mesozoic) যুগের শেষের দিক ও প্লাইসটোসিন যুগের মধ্যে (১৪.৪ কোটি থেকে ১ লক্ষ বছর আগে) ভারত মহাসাগরীয় প্লেট পূর্বমুখী অবনমনের মাধ্যমে বার্মা প্লেটের নিচে ঢুকে যাওয়ার প্রমাণ মধ্য-বার্মা বেসিনের আগ্নেয় চাপে পরিদৃশ্যমান। [মাহমুদ আলম]