বায়েজীদ বোস্তামী থানা

Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৩, ১৯ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

বায়েজীদ বোস্তামী থানা (চট্টগ্রাম মেট্রোপলিটন)  আয়তন: ১২.৯১ বর্গ কিমি। অবস্থান: ২২°২২´ থেকে ২২°২৮´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৬´ থেকে ৯১°৫১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে হাটহাজারী উপজেলা, দক্ষিণে খুলশী ও পাঁচলাইশ থানা, পূর্বে হাটহাজারী উপজেলা ও চান্দগাঁও থানা  এবং পশ্চিমে খুলশী থানা ও সীতাকুন্ড উপজেলা।

জনসংখ্যা ১২৩৪৫৮; পুরুষ ৬৬৯৯২, মহিলা ৫৬৪৬৬। মুসলিম ১১৭৩১৩, হিন্দু ৫৩৪১, বৌদ্ধ ১১৪, খ্রিস্টান ৬১২ এবং অন্যান্য ৭৮।

প্রশাসন পাহাড়তলী ও পাঁচলাইশ থানা এবং হাটহাজারী উপজেলার অংশ নিয়ে ২০০০ সালের ২৭ মে বায়েজীদ বোস্তামী থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১২ ১২৩৪৫৮ - ৯৫৬৩ ৫৮ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড  নং-২ ৬.৪৮ ৪২২৮৩ ৩৪৮৭১ ৬০.৪০
ওয়ার্ড  নং-৩ ৬.৪৩ ২৪৭০৯ ২১৫৯৫ ৫৫.৯০

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ঐতিহাসিক ঘটনাবলি  ১৯৩০ সালের ২২ এপ্রিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় জালালাবাদ পাহাড়ে ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১১ জন বিপ্লবী যুব সৈনিক শহীদ হন।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩৮, মন্দির ৩, মাযার ১। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: ওয়াজেদিয়া জামে মসজিদ, হাজীর পুল জামে মসজিদ, বালুছড়া জামে মসজিদ, বায়েজীদ বোস্তামী (র.)-র মাযার।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৮%; পুরুষ ৬৩.৯০%, মহিলা ৫৩.৬০%। কলেজ ৩, মাধ্যমিক বিদ্যালয় ১০, প্রাথমিক বিদ্যালয় ১৫, মাদ্রাসা ৫। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, আশেকান আউলিয়া ডিগ্রি কলেজ, কুলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, পাঁচলাইশ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদীয়া হাফেজুল উলুম সিনিয়র মাদ্রাসা।

বায়েজীদ বোস্তামী থানা


গুরুত্বপূর্ণ স্থাপনা চট্টগ্রাম সেনানিবাস, সুলতান নগর, নাসিরাবাদ শিল্প এলাকা, শেরশাহ কলোনী ও নাসিরাবাদ আবাসিক এলাকা।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩.০৯%, অকৃষি শ্রমিক ২.৭৭%, শিল্প ৪.৮১%, ব্যবসা ১৫.১২%, পরিবহণ ও যোগাযোগ ৮.০৫%, নির্মাণ ৩.২৫%, ধর্মীয় সেবা ০.৩২%, চাকরি ৪৩.৩৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৪.৭৯% এবং অন্যান্য ১৪.৪৪%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ২৬.২৬%, ভূমিহীন ৭৩.৭৪%।

শিল্প ও কলকারখানা ক্রাউন গ্রুপ, কেডিএস গ্রুপ, চৌধুরী গ্রুপ, আমিন টেক্সটাইল মিলস, আমিন জুট মিলস উল্লেখযোগ্য।

হাটবাজার, শপিং কমপ্লেক্স  বায়েজীদ বোস্তামী বাজার, অক্সিজেন বাজার, বালুছড়া বাজার ও বটতলী বাজার এবং বায়েজীদ বোস্তামী শপিং কমপ্লেক্স উল্লেখযোগ্য।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি মহল্লা বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৮১.৪১% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৬৮.৬৪%, পুকুর ১.৬২%, ট্যাপ ২৫.৯৬% এবং অন্যান্য ৩.৭৮%।

স্যানিটেশন ব্যবস্থা ৭২.৯৫% পরিবার স্বাস্থ্যকর এবং ২৩.৪১% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৩.৬৪% পরিবারের  কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র কম্বাইন্ড মিলিটারী হাসপাতাল (সিএমএইচ), সানরাইজ ক্লিনিক।

[মোঃ আব্দুল বাতেন]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।