ধলা নদী
ধলা নদী (Dhala River) ভারতের ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকের পাহাড় নদীটির উৎস। সেখান থেকে উত্তর দিকে বয়ে গিয়ে সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মনু নদীতে এসে মিশেছে। মনু ও ধলা মিলিত হয়ে মৌলভীবাজারের উত্তর দিকে বাঁক নিয়ে মনুমুখ নামক স্থানে কুশিয়ারা নদীতে পড়েছে। [মোঃ মাহবুব মোর্শেদ]
মানচিত্রের জন্য দেখুন সিলেট জেলা; সুরমা-মেঘনা নদীপ্রণালী।