ধম্মপদ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৪৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ধম্মপদ  বৌদ্ধধর্মীয় একখানা বিখ্যাত গ্রন্থ। এতে গৌতম বুদ্ধের নীতিমূলক উপদেশ ও ধর্মতত্ত্ব সহজ-সরল ভাষায় এবং দৈনন্দিন জীবন থেকে সংগৃহীত সুন্দর উপমার সাহায্যে ব্যক্ত হয়েছে। যমক, অপ্পমাদ, ব্রাহ্মণ প্রভৃতি ছাবিবশটি বর্গে এটি বিভক্ত। গ্রন্থখানি প্রাচীনকাল থেকেই এত গুরুত্ব ও জনপ্রিয়তা অর্জন করেছে যে সংস্কৃত, প্রাকৃত, সিংহলি, তিববতি, চীনা, জাপানি, বাংলা, ইংরেজি, হিন্দি, ফরাসি, জার্মান ইত্যাদি ভাষায় এর অনুবাদ ও বহু সংস্করণ প্রকাশিত হয়েছে। মূল পালি সংস্করণই স্বয়ংসম্পূর্ণ ও শ্রেষ্ঠ। ধম্মপদের অনেক গাথা ত্রিপিটকের অন্যান্য গ্রন্থে উদ্ধৃত হয়েছে; রামায়ণ-মহাভারতেও অনুরূপ গাথা পাওয়া যায়। গ্রন্থটি সকল দেশের বৌদ্ধসম্প্রদায়ের নিকট খুবই গুরুত্বপূর্ণ।  [বিনয়েন্দ্র চৌধুরী]