হোসেন, ইমদাদ
'হোসেন', ইমদাদ (১৯২৬-২০১১) চিত্রশিল্পী, ডিজাইনার, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক। ১৯২৬ সালের ২১ নভেম্বর পিতার কর্মস্থল চাঁদপুরে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা জেলার কেরানীগঞ্জের রোহিতপুর (যার পূর্ব নাম রথপুর) গ্রামে তাঁর পৈতিৃক বাড়ি। পিতা মজিদ বক্স (ধনু মিয়া) এবং মাতা সাবেদুন নেসার কণিষ্টতম সন্তান ইমদাদ হোসেন ছোটবেলায় রোহিতপুর মাদ্রসায় পড়ালেখা করেন। পারিবারিক আবহই তাঁর মধ্যে শিল্পী হওয়ার প্রেরণা জুগিয়েছিল।