তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থানা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৫০, ২১ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (fix: image tag)

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ৪.৩৮ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৫´ থেকে ২৩°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৩´ থেকে ৯০°২৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে গুলশান থানা, দক্ষিণে রমনা ও তেজগাঁও থানা, পূর্বে গুলশান, রামপুরা ও রমনা থানা, পশ্চিমে তেজগাঁও ও ক্যান্টনমেন্ট থানা।

জনসংখ্যা ১৭৪৫৯৩; পুরুষ ১০১৮৭৭, মহিলা ৭২৭১৬। মুসলিম ১৬৮৬০৪, হিন্দু ৪৯৪০, বৌদ্ধ ৯২৮, খ্রিস্টান ৯৫ এবং অন্যান্য ২৬।

প্রশাসন ২০০৬ সালের ৭ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১১ ১৭৪৫৯৩ - ১৪৬৪১ ৬৯.৫৬ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড নং ২০ (আংশিক) ১.৩২ ২৪২৭০ ২০৩৫২ ৬৮.৩৭
ওয়ার্ড নং ৩৭ ২.৮১ ৬৮৩৭৭ ৪৫২৮০ ৬২.৭৪
ওয়ার্ড নং ৩৮ (আংশিক) ০.২৫ ৯২৩০ ৭০৮৪ ৭৭.৫৮

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ।

ধর্মীয় প্রতিষ্ঠান রহিম মেটাল জামে মসজিদ উল্লেখযোগ্য।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান  গড় হার  ৬৯.৫৬%, পুরুষ ৭৫.৮%, মহিলা ৬১.০৬%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বিজি প্রেস উচ্চ বিদ্যালয়, নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়, আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, রাজধানী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজধানী পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল কলেজ, বাংলাদেশ টেক্সাটাইল বিশ্ববিদ্যালয়।

চিত্র:তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থানা html 88407781.png

গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, ভূমিরেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, বিজি প্রেস, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বাংলাদেশ অক্সিজেন কোম্পানি (বিওসি), ৩৩/১কেবি সাব-স্টেশন।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি শ্রমিক ০.৬৯%, অকৃষি শ্রমিক ১.৫২%, শিল্প ৫.০৪%, ব্যবসা ২১.৪৯%, পরিবহণ ও  যোগাযোগ ৯.৫৩%, নির্মাণ ৩.৩৫%, ধর্মীয় সেবা ০.১২%, চাকরি ৪৪.৬৪%, রেন্ট এ্যান্ড রেমিটেন্স ১.৫২% এবং অন্যান্য ১১.৭৮%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক  ৫৯.৮৯%, ভূমিহীন ৪০.১১।

প্রধান কৃষি ফসল শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসল  ধান, পাট।

প্রধান ফল-ফলাদি  আম, কাঠাল, পেঁপে, পেয়ারা, কুল।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ৩৩.৯৩ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন গরু ও ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা বিএসটিআই, ইন্সটিটিউট অব গ্লাস এ্যান্ড সিরামিক্স, কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড, লালবাগ কেমিক্যাল কোম্পানি লিমিটেড, এসিআই কোম্পানি লিমিটেড, ফিনিস কোম্পানি লিমিটেড, নাভানা পেইন্ট, নোভার্টিজ কোম্পানি লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফার্মাদেশ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কেন্দ্রীয় ঔষধাগার, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, হক বিস্কুট কোম্পানি লিমিটেড, মিমি চকলেট এ্যান্ড আইসক্রিম কোম্পানি লিমিটেড, নাবিস্কো কোম্পানি লিমিটেড।

হাটবাজার ও মেলা স্বপ্ন শপিং মল, (পূর্ব নাখালপাড়া সমিতি বাজার), আড়ং শপিং মল (গুলশান লিংকরোড), তিববত কলোনী বাজার ও পূর্ব নাখালপাড়া সমিতি বাজার উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য   ঔষধ, কেমিক্যাল, সিরামিকস, বিস্কুট, চকলেট, আইসক্রীম।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৪.৬০% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ১০.৯৭%, ট্যাপ  ৭৯.৯৫%, পুকুর ০.৩৪% এবং অন্যান্য ৮.৭৪%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৬১.০০% পরিবার স্বাস্থ্যকর এবং ৩৫.২১% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৩.৭৯% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র থানা স্বাস্থ্য কমপ্লেক্স,  মেট্রোপলিটন হাসপাতাল।  [শামীমা আক্তার]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।