শিব-বারানাই-গুরনাই নদী
শিব-বারানাই-গুরনাই নদী রাজশাহী জেলার তানোর-এর মান্দা বিল থেকে উদ্ভূত হয়ে শিব নদী প্রায় ৪৫ কিমি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে নওহাটার কাছে তীক্ষ্ণ একটা বাঁক নিয়ে বারানাই নামে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। নদীটি বাঘমারার কাছে আত্রাই-এর শাখা ফকিরনীকে বাম তীরে গ্রহণ করে বাঘমারা থেকেই দিক পরিবর্তন করে দক্ষিণ-পূর্ব দিকে অাঁকাবাঁকা পথে বেলঘরিয়া পর্যন্ত পৌঁছে এবং সেখান থেকে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। ডান পাশ্বের শাখাটি মুসাখান (হোজা নদী) নামে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আড়ানীর কাছে বড়ালের সঙ্গে মিলিত হয়েছে। অন্য শাখাটি বারানাই নামেই প্রবাহিত হয়ে মোরকল বাজারের কাছে গুরনাই-এর সঙ্গে মিলিত হয়েছে। গুরনাই এবং বারানাই-এর সঙ্গমস্থল থেকে এই সম্মিলিত প্রবাহ দক্ষিণ-পূর্ব দিকে গুরনাই নামে প্রবাহিত হয়েছে। কালামনগর পাড়া নামক স্থানে গুরনাই গুর নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই সম্মিলিত প্রবাহ কিছুদূর এগিয়ে গুমানি নদীর সঙ্গে মিলিত হয়ে অবশেষে হুরাসাগরে পতিত হয়েছে। নদীটির সর্বমোট দৈর্ঘ্য প্রায় ১৩০ কিমি। এই নদীটি তার সমস্ত গতিপথ জুড়ে জোয়ারভাটার প্রভাবমুক্ত। [মোঃ মাহবুব মোর্শেদ]