তালুকদার, আবদুস সালাম
তালুকদার', 'আবদুস সালাম (১৯৩৬-১৯৯৯) আইনজীবী, রাজনীতিক। ১৯৩৬ সালের ৪ নভেমতর জামালপুরের সরিষাবাড়ি থানার মুলবাড়ি গ্রামে তাঁর জন্ম। পিতা রিয়াজউদ্দিন তালুকদার। আবদুস সালাম তালুকদারের শিক্ষা জীবন শুরু হয় ১৯৪২ সালে সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৫৯ সালে এম.এ পাস করেন। তিনি ১৯৬৮ সালে লন্ডনের লিংকনস্ ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করে ১৯৭০ সালে আইন পেশায় নিয়োজিত হন।
১৯৭৬ সালে ডেমোক্রেটিক লীগে যোগদানের মাধ্যমে আবদুস সালাম তালুকদারের রাজনৈতিক জীবনের শুরু। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। তিনি ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৪তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৮১ সালে তিনি জিয়াউর রহমানের ক্যাবিনেটে আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ঐ বছর কলমেতাতে অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান লিগাল কনসালটেটিভ কমিটির সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ১৯৯১-১৯৯৬ সালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন। তিনি জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। # #চিত্র:তালুকদার, আবদুস সালাম html 88407781.png
- #আবদুস সালাম তালুকদার
এছাড়া তিনি আইন ও বিচার মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, কার্যপ্রণালী বিধি ও কার্য উপদেষ্টা সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ইনডেমনিটি অধ্যাদেশ ১৯৭৫ বাতিলকরণ সম্পর্কিত বিশেষ কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৮৫-১৯৯৬ সালে বিএনপি’র মহাসচিবের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল থেকে তিনি বিএনপির লিয়াজোঁ কমিটির সভাপতি ছিলেন।
১৯৯৯ সালের ২০ আগস্ট তাঁর মৃত্যু হয়। [মোঃ আলী আকবর]