হিজল

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:১৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

হিজল (Indian oak)  Lecythidaceae গোত্রের মধ্যমাকৃতি, চিরসবুজ বৃক্ষ Barringtonia acutangula। পাতা বড়, চামড়ার মতো মসৃণ। শাখার আগায় লম্বা ঝুলন্ত মঞ্জরি, ফুল ছোট। ফল ৩-৪ সেমি লম্বা, চার শিরযুক্ত। গাছটি প্রাধানত বাংলাদেশের নিম্নাঞ্চলে জন্মায়। কাঠ গোলাপি থেকে লালচে-ধূসর, মাঝারি শক্ত, টেকসই এবং আলমারি, নৌকা, আসবাবপত্র ও রেলকামরার অভ্যন্তরীণ সজ্জায় ব্যবহূত হয়। হিজলের বাকল ও ফল বিরেচক এবং ডায়রিয়া ও নাকের ক্ষতে উপকারী।

[মোঃ মাহফুজুর রহমান]