ডায়ালাইসিস

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:১৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ডায়ালাইসিস (Dialysis)  কিডনি অকেজো হয়ে পড়লে বা সঠিকভাবে কাজ না করলে শরীরের বর্জ্যদ্রব্যসমূহ বিশেষ প্রক্রিয়ায় বের করে দেওয়ার পদ্ধতি। মানুষের কিডনি একটি পরিস্রাবণের অঙ্গ যা রক্ত থেকে দূষিত পদার্থ বিমুক্ত করে এবং প্রস্রাবের সঙ্গে ঐসব শরীর থেকে বের করে। যেসব রোগীদের কিডনির কার্যক্ষমতা বিনষ্ট হয় তারা শরীরে জমা দূষিত পদার্থ রক্ত থেকে আলাদা করতে পারে না। এ রকম রোগীদের ক্ষেত্রে ডায়ালাইসিস করা হয়।

দুধরণের ডায়ালাইসিস রয়েছে- হিমোডায়ালাইসিস ও পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস পেরিটোনিয়াল ডায়ালাইসিস অপেক্ষা বেশি কার্যকর। ভূতপূর্ব স্নাতকোত্তর চিকিৎসা ও গবেষণা ইনস্টিটিউট (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়) দেশে প্রথম ১৯৮০ সালে হিমোডায়ালাইসিস-এর সুযোগ-সুবিধা স্থাপন করে। বর্তমানে এ সুবিধা বেশকয়েকটি সরকারি, বেসরকারি হাসপাতাল এবং সংস্থা থেকে পাওয়া যাচ্ছে, তবে তা সমগ্র দেশের কিডনি রোগীদের সেবা প্রদানের জন্য অপ্রতুল।  [জিয়া উদ্দিন আহমেদ]