ডবলমুরিং থানা
ডবল মুরিং থানা (চট্টগ্রাম মেট্রোপলিটন) আয়তন ৮.০৬ বর্গ কিমি। অবস্থান: ২২°১৮´ থেকে ২২°২১´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৮´ থেকে ৯১°৫১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে খুলশি ও কোতোয়ালী থানা, পূর্বে কোতোয়ালী থানা, দক্ষিণে কর্ণফুলি ও বন্দর থানা, পশ্চিমে পাহাড়তলী, হালিশহর ও বন্দর থানা।
জনসংখ্যা ২৮৯০৪৭; পুরুষ ১৬৩২৫৮, মহিলা ১২৫৭৮৯। মুসলিম ২৫২০৩১, হিন্দু ২৬০০১, বৌদ্ধ ১১৬২, খ্রিস্টান ৮৪১০ এবং অন্যান্য ১৪৪৩।
জলাশয় প্রধান নদী: কর্ণফুলি।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ ভেলুয়ার দিঘি।
থানা | ||||||
ওয়ার্ড ও ইউনিয়ন | মহল্লা | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||
৪+৪(আংশিক) | ৪১ | ২৫৯১৮১ | - | ৩৫৮৬১ | ৬২.৩৬ | - |
ওয়ার্ড ও ইউনিয়ন | ||||
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন | আয়তন (বর্গ কিমি) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |
পুরুষ | মহিলা | |||
ওয়ার্ড নং ১২ (আংশিক) | ০.৭৮ | ৮৭৫৫ | ৭২৩১ | ৬০.১০ |
ওয়ার্ড নং ২৩ | ০.৫৮ | ১৬৪৪৯ | ১২৩২৯ | ৬১.২০ |
ওয়ার্ড নং ২৪ (আংশিক) | ২.০৪ | ২২৭০৯ | ১৮৭২৭ | ৬৬.৭০ |
ওয়ার্ড নং ২৭ | ১.৪৩ | ৩৩১১০ | ২৬৯৫৯ | ৬৩.৭০ |
ওয়ার্ড নং ২৮ | ১.৪২ | ২৩৬৭৭ | ১৭৩৬৭ | ৭১.৭০ |
ওয়ার্ড নং ২৯ | ০.৭৫ | ২৫৩৮৩ | ১৮৫৭০ | ৫৫.২০ |
ওয়ার্ড নং ৩০ (আংশিক) | ০.৩৮ | ২৪৫৭১ | ১৯৩৩৩ | ৬০.১০ |
ওয়ার্ড নং ৩৬ (আংশিক) | ০.৬৮ | ৮৬০৪ | ৫২৭৩ | ৬০.২০ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালে ডবল মুরিং থানা ছিল নৌ-কমান্ডোর অধীন। এসময় মুক্তিযোদ্ধারা (নৌ-কমান্ডো) এ থানায় বেশ কিছুৃ সফল অভিযান পরিচালনা করেন। বেপারী পাড়া ও হাজী পাড়ায় পাকসেনারা বেশ কিছু নিরীহ লোককে হত্যা করে।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩৯, মন্দির ৩।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬২.৩৬%; পুরুষ ৬৭.৯%, মহিলা ৫৬.৮%। কলেজ ৭, মাধ্যমিক বিদ্যালয় ৩০, প্রাথমিক বিদ্যালয় ৩১, এতিমখানা ৩, মাদ্রাসা ৩। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: আগ্রাবাদ কমার্স কলেজ, সিটি কলেজ, ইসলামিয়া কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, আসমা খাতুন সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ।
চিত্র:ডবলমুরিং থানা html 88407781.png
গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ বেতার চট্টগ্রাম, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, জাতিতাত্ত্বিক জাদুঘর, বিশ্ব বাণিজ্য কেন্দ্র ইত্যাদি।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ১.২১%, অকৃষি শ্রমিক ১.৫৫%, শিল্প ১.৬৫%, ব্যবসা ২৫.৪৪%, পরিবহণ ও যোগাযোগ ৮.৮২%, নির্মাণ ১.৮২%, ধর্মীয় সেবা ০.২৪%, চাকরি ৪১.৪৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.০৬%, অন্যান্য ১৪.৭৪%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৩৮.৬১%, ভূমিহীন ৬১.৩৯%।
শিল্প ও কলকারখানা এ থানায় ১৭৪ টি গার্মেন্টস শিল্প রয়েছে।
হাটবাজার ও শপিং কমপ্লেক্স দেওয়ানহাট, মোগলটুলী হাট, চৌমুহনী হাট, কর্ণফুলী সিটি কর্পোরেশন মার্কেট ও দারোগাহাট এবং লাকী প্লাজা, সাউথ ল্যান্ড, সিঙ্গাপুর মার্কেট উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য গার্মেন্টস শিল্প।
বিদ্যুৎ ব্যবহার এ থানার সব’ক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৩.১১% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৫৩.২২%, পুকুর ০.৪৭%, ট্যাপ ৪৩.৯৮% এবং অন্যান্য ২.৩৩%।
স্যানিটেশন ব্যবস্থা ৮১.৯৯% পরিবার স্বাস্থ্যকর এবং ১৫.২২% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ২.৭৯% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ১।
এনজিও প্রশিকা, আশা। [গোলাম কিবারয়া ভুইয়া]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; ডবল মুরিং থানার মাঠ পর্যায়ের প্রতিবেদন ২০০৭।