ঠাকুর, শৌরীন্দ্রমোহন
ঠাকুর', 'শৌরীন্দ্রমোহন (১৮৪০-১৯১৪) সঙ্গীতজ্ঞ, নাট্যশাস্ত্র বিশারদ, সাহিত্যিক। জন্ম ১৮৪০ সালে কলকাতা পাথুরে ঘাটার ঠাকুর পরিবারে। তাঁর পিতার নাম হর কুমার ঠাকুর। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা যতীন্দ্রমোহন ঠাকুর। তিনি কলকাতার হিন্দু কলেজে অধ্যয়ন করেন। তিনি সঙ্গীত গুরু লক্ষ্মীপ্রসাদ মিশ্র ও ক্ষেত্রমোহন গোস্বামীর নিকট থেকে সঙ্গীতের তালিম নেন।
তিনি একাধারে বাংলার সঙ্গীত সংস্কৃতির পুনরুদ্ধার ও বিকাশে এবং অপরদিকে পাশ্চাত্য সঙ্গীত ও সঙ্গীত যন্ত্রের সঙ্গে বঙ্গীয় সঙ্গীতের সমন্বয় করার চেষ্টা করেন, যার প্রভাব তাঁর রবীন্দ্রনাথের মধ্যে লক্ষ্য করা যায়। সর্বদাই সঙ্গীত পুনরুদ্ধারে ও প্রচারে তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে তৎপরতা চালান। যৌক্তিকভাবেই তাঁকে সঙ্গীত ও নাট্যশাস্ত্র আলোচনার পথিকৃত বলা যেতে পারে। পাশাপাশি দ্বিতীয় কোনো পেশায় লিপ্ত না হয়ে তিনি সঙ্গীতকেই জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করেন। সঙ্গীত চর্চায় প্রাতিষ্ঠানিক সুযোগ সৃষ্টির জন্য তিনি ১৮৭১ সালে ‘বঙ্গ সঙ্গীত বিদ্যালয়’ ও ১৮৮১ সালে Bengal Academy of Music নামে দুটি সঙ্গীত প্রতিষ্ঠান গড়ে তুলেন।
সঙ্গীতশাস্ত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮৭৫ সালে ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ‘ডক্টর অব মিউজিক’ উপাধি প্রদান করা হয়। সঙ্গীতে তাঁর খ্যাতি তাঁকে অনেক প্রাতিষ্ঠানিক সম্মান ও স্বীকৃতি এনে দেয়। তিনি ১৮৮০ সালে এফআরএ এসসিআই ই উপাধি, রাজা উপাধি এবং ১৮৮৪ সালে নাইট উপাধিতে ভূষিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ফেলোশিপ প্রদান করে। ১৮৯৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে ‘ডক্টর অব মিউজিক’ উপাধিতে ভূষিত করে। তাছাড়া তিনি পারস্যের শাহ্ কর্তৃক নবাব শাহজাদা উপাধিতে ভূষিত হন। তিনি বেশসংখ্যক বাংলা ও ইরেজি গ্রন্থের রচয়িতা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: ভূগোল ও ইতিহাস ঘটিত বৃত্তান্ত (১৮৫৪), মুক্তা ফল (১৮৫৪), হারমোনিয়ম সূত্র (১৮৭৪), সঙ্গীতশাস্ত্র প্রবেশিকা (১৮৭৭), ভারতীয় নাট্য রহস্য (১৮৭৭), ভিক্টোরিয়া গীতিমালা (১৮৭৬), জাতীয় সঙ্গীত বিষয়ক প্রস্তাব (১৮৭৬), যন্ত্র কোষ (১৮৭৬), মৃদঙ্গ মঞ্জরী (১৮৮০), রসাবিষ্কারক বৃন্দক (১৮৮০), A Brief History of Tagore Family (1864), Hindu Music From Various Authors (1875), Eight Tunes etc. (1880), The principle Avataras of the Hindus (1880), The Five Principle Musicians of the Hindus (1881), The Dramatic Sentiments of Aryas (1881), The Eight Principle Rasas of the Hindus (1882); সংকলিত ও সম্পাদিত গ্রন্থ: মণিমেলা (১ম-১৮৭৬, ২য়-১৮৮১)। ১৮৭২ সালে তিনি কালিদাসের মালবিকাগ্নিমিত্র গ্রন্থের একটি বাংলা অনুবাদ করেন। মৃত্যু ৫ জুন, ১৯১৪। [শামীমা আক্তার]