টেপা
টেপা (Tepa) Tetraodoniformes বর্গের Tetraodontidae গোত্রের স্বাদুপানির মাছ। প্রতিটি চোয়ালে ফলাকৃতি একজোড়া বড় দাঁত। ধড় গোলগাল, ভোঁতা। মাথা বড়, চওড়া ও ভোঁতা। চোখ দুটি পরস্পর থেকে দূরে, মাথার উপরের দিকে অবস্থিত। পৃষ্ঠপাখনা ও পায়ু-পাখনা অনেকটা পশ্চাদস্থ। সবগুলি পাখনা কাঁটাহীন। শ্রোণী পাখনা নেই। পুচ্ছ-পাখনা মোড়ানো বা গোলাকার। পার্শ্বরেখা অস্পষ্ট। সারা পিঠ ও পেট জুড়ে ছড়ানো অজস্র কণ্টিকা (spinule)। গলবিলের সঙ্গে যুক্ত ছিদ্রপথ ও একটি ভালবের সাহায্যে বাতাস দিয়ে এ মাছ শরীরটা বেলুনের মতো ফুলাতে পারে।
টেপা মাছ বিষাক্ত বিধায় মানুষের খাওয়ার অনুপোযোগী। বাংলাদেশের স্বাদুপানিতে দুই প্রজাতির টেপার বাস Tetraodon cutcutia, T. pataca। [মোঃ গোলাম মুস্তাফা]