চৌধুরী, গোলাম ওয়াহেদ
চৌধুরী, গোলাম ওয়াহেদ (১৯২৬-১৯৯৭) শিক্ষাবিদ। অধ্যাপক গোলাম ওয়াহেদ চৌধুরী ১৯২৬ সালে মাদারীপুর জেলায় জন্ম লাভ করেন। তাঁর পিতার নাম গোলাম মাওলা চৌধুরী এবং মাতা ফাইমা চৌধুরী। তাঁর মাতা ছিলেন বেগম রোকেয়ার ভাই ইব্রাহীম সাবেরের কন্যা।
গোলাম ওয়াহেদ চৌধুরী ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বি.এ (সম্মান) এবং ১৯৪৬ সালে এম.এ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যোগ দেন। পরে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতায় নিয়োজিত হন। তিনি ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। এরপর তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পদে যোগদান করেন। শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকাকালে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন।
গোলাম ওয়াহেদ চৌধুরী একজন কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান ও চীন এবং পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য দূরীকরণে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর গোলাম ওয়াহেদ চৌধুরী অধিকাংশ সময় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ডিউক বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি কয়েকটি সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি ‘গোলাম মাওলা ফাইমা ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্ট মাদারীপুর জেলায় কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলে। ১৯৯৭ সালের ডিসেম্বরে তাঁর মৃত্যু হয়। [দিলারা চৌধুরী]