খান, নওয়াজিশ মুহম্মদ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:০৫, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

খান, নওয়াজিশ মুহম্মদ  ঢাকার নায়েব নাজিম। তাঁর প্রকৃত নাম ছিল মুহম্মদ রেজা। তিনি পিতা হাজী আহমদ ও পিতৃব্য আলীবর্দী খান এর সাথে সুবাহ বাংলায় আসেন এবং উড়িষ্যার নায়েব নাজিম সুজাউদ্দীন খানের অধীনে একজন অধস্তন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। সুজাউদ্দীন খান মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করার পর নওয়াজিস মুহম্মদ খান নওয়াবের বাহিনীর বখশী ও মুর্শিদাবাদ শুল্ক বিভাগের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। তিনি ঘসেটি বেগম নামে পরিচিত আলীবর্দী খানের জ্যেষ্ঠা কন্যা মেহেরুন্নেসাকে বিয়ে করেন। আলীবর্দী খান মুর্শিদাবাদের সিংহাসনে অধিষ্ঠিত হলে তিনি নওয়াবের খাস সম্পত্তির দীউয়ান এবং ঢাকার নায়েব-নাজিম নিযুক্ত হন। হোসেন কুলী খানকে ঢাকায় তাঁর প্রতিনিধি নিয়োগ করা হয়। তাঁকে শাহমত জঙ্গ উপাধিতে ভূষিত করা হয়। রোগে মানসিক ভারসাম্য হারানের ফলে তিনি তার দায়িত্বভার স্ত্রী ঘসেটি বেগম ও তার প্রিয়ভাজন হোসেন কুলী খানের ওপর অর্পণ করেন। নওয়াজিশ ১৭৫৫ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মারা যান। [কে.এম করিম]