কোতোয়ালী থানা (ঢাকা মেট্রোপলিটন)

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১১:০৪, ২১ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

কোতোয়ালী থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ০.৬৭ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪১´ থেকে ২৩°৪২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৪´ থেকে ৯০°২৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে বংশাল থানা, পূর্বে সূত্রাপুর থানা, দক্ষিণে কেরানীগঞ্জ থানা, পশ্চিমে চকবাজার থানা।

জনসংখ্যা ৮২৪৮৮; পুরুষ ৫২৯২২, মহিলা ২৯৫৬৬। মুসলিম ৬০৩২১, হিন্দু ২২০৩৩, বৌদ্ধ ১২৪ এবং  খ্রিস্টান ১০।

জলাশয় প্রধান নদী: বুড়িগঙ্গা।

প্রশাসন ১৯৭৬ সালে কোতোয়ালী থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
২+২ (আংশিক) ৪৪ ৮২৪৮৮ - ১২৩১১৭ ৭৮.১৯ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড  নং-৬৬ (আংশিক) ০.১২ ৫৬৯৮ ৩২২৪ ৮০.৯৮
ওয়ার্ড  নং-৬৮ (আংশিক) ০.০৪ ১২৪৮৪ ৮৭০২ ৭৪.৮৬
ওয়ার্ড  নং-৭২ ০.২০ ১৭৭৪০ ১০৯১৫ ৮২.০১
ওয়ার্ড  নং-৭৩ ০.৩১ ১৭০০০ ৬৭২৫ ৭৪.৯১

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ  আহসান মঞ্জিল (১৮৭২)।

ধর্মীয় প্রতিষ্ঠান আওলাদ হোসেন লেন জামে মসজিদ, আল আরাকা জামে মসজিদ, কামারটুলী জামে মসজিদ, পাটুয়াটুলী জামে মসজিদ, সদরঘাট জামে মসজিদ, জিন্দাবাহার জামে মসজিদ, শাহজালাল মিয়া জামে মসজিদ ও  বাবু বাজার ঘাট জামে মসজিদ এবং জগন্নাথ জি ঠাকুর মন্দির, লক্ষ্মী-নারায়ণ মন্দির, শ্রী শ্রী রাধা-কৃষ্ণ বিগ্রহ মন্দির ও হলিক্রস চার্চ উল্লেখযোগ্য।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৭৭.৭৮%; পুরুষ ৮০.৫৯%, মহিলা ৭৩.০৬%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (২০০৫), বাংলা বাজার গার্লস হাইস্কুল, ঢাকা সরকারি কলেজিয়েট স্কুল, পোগজ হাইস্কুল (১৮২৮), প্রশন্নদাশ লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট কাটরা সরকারি আল জামিয়াতুল ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা।

কোতোয়ালী থানা (ঢাকা মেট্রোপলিটন)

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব, লাইব্রেরি, টাউন হল, সিনেমা হল, নাট্যদল, নাট্যমঞ্চ, মহিলা সংগঠন, জাদুঘর, যাত্রাপার্টি, শরীর চর্চা কেন্দ্র, খেলার মাঠ, স্টেডিয়াম।

উল্লেখযোগ্য প্রতিষ্ঠান  নিন্ম আদালত, জজ কোর্ট ও সিএমএম কোর্ট।

গুরুত্বপূর্ন স্থাপনা  সদরঘাট, দেবী ঘাট, সোয়ারী ঘাট, বিআইটিসিসি স্টিমার ঘাট।

দর্শনীয় স্থান আহসান মঞ্জিল, বাহাদুর শাহ পার্ক, নবাববাড়ি পুকুর।

যোগাযোগ বিশেষত্ব উল্লেখযোগ্য রাস্তা: আহসান উল্লাহ রোড, পাটুয়াটুলী রোড, ইসলামপুর রোড, চিত্ত রঞ্জন এভিনিউ।

বিলুপ্তপ্রায় সনাতন বাহন  ঘোড়া ও গরুর গাড়ি, পাল্কি।

জনগোষ্ঠীর প্রধান পেশাসমূহ  কৃষি ০.৭৫%, অকৃষি শ্রমিক ০.৪১%, শিল্প ৩.৪১%, ব্যবসা ৪৭.৯৯%, পরিবহণ ও যোগাযোগ ০.৮৪%, নির্মাণ ০.৫৭%, ধর্মীয় সেবা ০.০৭%, চাকরি ৩১.৩৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২.১০% এবং অন্যান্য ১২.৫%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৩৯.৯৮%, ভূমিহীন ৬০.০২%।

শিল্প ও কলকারখানা ইঞ্জিনিয়ারিং শিল্প, লেদ ও ওয়েল্ডিং কারখানা।

হাটবাজার শপিং কমপ্লেক্স  শাখারী পট্টি, তাঁতী বাজার, বাবু বাজার, বাংলা বাজার, বাংলা বাজার বইয়ের মার্কেট, মিডফোর্ট মার্কেট, গুলশান আরা শপিং কমপ্লেক্স।

প্রধান রপ্তানিদ্রব্য   ঔষধ, লৌহজাত দ্রব্য, সেনেটরী ও ইলেকট্রিক যন্ত্রপাতি।

বিদ্যুৎ ব্যবহার এ থানার ৯৮.৫৮% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয় জলের উৎস  নলকূপ ৭.৮০%, পুকুর ০.১৬%, ট্যাপ ৮৬.৭৪% এবং অন্যান্য ৫.৩%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৯৫.২২% পরিবার স্বাস্থ্যকর এবং ৪.৫% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ০.২৮% পরিবারের  কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র মিডফোর্ড স্বাস্থ্য কেন্দ্র, ইউপিএইচসিপি ক্লিনিক, ঢাকা ক্লিনিক, রাজিয়া ক্লিনিক প্রাইভেট লি., আরাফাত মেডিকেল প্রাইভেট লি., নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।

এনজিও আরবান ডেভেলপমেন্ট কমিটি।

[সৈয়দ মারুফুজ্জামান]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।