কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক প্রবর্তিত ২০০৬ সালের ১৭ নং আইনের আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। লাইমাই-ময়নামতী শালবন বিহারের অদূরে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ১১১৮। তারমধ্যে ছাত্রী ৫০ জন। শিক্ষক ৬২ জন। কর্মকর্তা এবং কর্মচারীর সংখ্যা ৮৮ জন। গ্রন্থাগারে বই, জার্নাল এবং অডিওভিজুয়ালের সংখ্যা ২০০০। এই বিশ্ববিদ্যালয়ে ৪ টি ফ্যাকাল্টি ও ১৪টি বিভাগ আছে। ফ্যাকাল্টিগুলি হলো কলা ও মানবিক বিদ্যা, বিজ্ঞান, বাণিজ্য শিক্ষা ও সামাজিক বিজ্ঞান। বিভাগগুলি হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি, জনপ্রশাসন, নৃবিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও ইনফরমেশন সিস্টেম, বিপণন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য ও কম্পিউটার প্রযুক্তি এবং পরিসংখ্যান। প্রফেসর গোলাম মওলাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। [কামাল উদ্দিন ভূইয়া]