হোসেন, সৈয়দ মোয়াজ্জেম
হোসেন, সৈয়দ মোয়াজ্জেম (১৯০১-১৯৯১) শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামে তাঁর জন্ম। তিনি কৃতিত্বের সঙ্গে ১৯২২ ও ১৯২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে যথাক্রমে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন এবং পরে একজন আরবি পন্ডিত হিসেবে খ্যাত হন।
মোয়াজ্জেম হোসেন ১৯২৬ সালে বেঙ্গল রিসার্চ স্কলার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ওই বছরই তিনি বেঙ্গল গভর্নমেন্ট স্টেট স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গমন করেন। সেখান থেকে ১৯২৮ সালে তিনি ডিফিল ডিগ্রি লাভ করেন। তিনি লেবানন, মিশর ও সিরিয়ায় আরবি ভাষা ও সাহিত্যে শিক্ষালাভ করেন। কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয় ১৯৪৯ সালে তাঁকে এলএলডি ডিগ্রি প্রদান করে।
১৯৩০ সালে মোয়াজ্জেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে রিডার হিসেবে যোগদান করেন এবং ১৯৩৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রধান (১৯৩৫-১৯৪৮), সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট (১৯৪২-১৯৪৮) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (১৯৪৮-১৯৫৩) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে তাঁকে ইমেরিটাস অধ্যাপক করা হয় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। জ্ঞানচর্চার মতো তিনি শিক্ষকতা ও প্রশাসনেও সাফল্যের পরিচয় দেন। [সাইফুল ইসলাম সিদ্দিকী]