সিলেট ট্র্যাপ
সিলেট ট্র্যাপ অ্যানডেসাইট মণিক সম্বলিত সিলেট ট্র্যাপ অসংগতভাবে নবীন ক্রিটেসিয়াস স্তরের নিচে থাকে এবং এটিকে সম্ভাব্য রাজমহল ট্র্যাপের অনুবর্তন (continuity) হিসেবে ধরা হয়। ভারতীয় ভূতাত্ত্বিক জরিপের মহাপরিচালক কর্তৃক ১৯৭৩ সালে প্রকাশিত উত্তরপূর্ব ভারতের ভূতাত্ত্বিক ও মণিক মানচিত্রে দক্ষিণ খাসিয়া পাহাড়ে প্রবীণ ক্রিটেসিয়াস যুগের চারটি সিলেট ট্র্যাপ অঞ্চল দেখানো হয়েছে। শিলং মালভূমির দক্ষিণপশ্চিমে আরকিয়ান ভিত্তিশিলার উপরে অসংগতভাবে সিলেট ট্র্যাপের (নবীন জুরাসিক ও প্রবীণ ক্রিটেসিয়াস) শিলাসমূহ শায়িত। আবার মেসোজোয়িক-টারশিয়ারী শিলাসমূহ সিলেট ট্র্যাপের শিলাসমূহের উপরে শায়িত। এটি জাদুকাটা নদী গিরিসঙ্কটে (gorge) দেখা যায়। এই নদীর দক্ষিণে একটি কূপে ২,৩৯০ মিটার গভীরতায় প্রায় ১৫০ মিটার পুরু সিলেট ট্র্যাপ শিলা পাওয়া গেছে। এটি ঘন সবুজ থেকে সবুজাভ ধূসর বর্ণের এবং প্রায়ই ক্ষুদ্র গর্ত (vesicle) বা অপ্রধান মণিক (secondary mineral) দ্বারা গর্ত ভরাট বৈশিষ্ট্য প্রদর্শন করে। [ডি.কে গুহ]