শিঙরা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শিঙরা  Leguminosae গোত্রের ছোটখাটো, চিরসবুজ বৃক্ষ Cynometra remiflora। বাকল মসৃণ ও ধূসর রঙের। পাতা যৌগিক। ফুল ছোট ও সাদা, সাধারণত জানুয়ারিতে ফোটে। সুন্দরবন ও চকোরিয়ার ম্যানগ্রোভ বনে জন্মে। কাঠ শক্ত ও মজবুত, ঘরের খুঁটি ও জ্বালানি কাঠ হিসেবে ব্যবহূত হয়। হার্ডবোর্ডের কাঁচামাল হিসেবেও এর ব্যবহার রয়েছে।  [আবুল খায়ের]