হোগলা
হোগলা ঝোপের মতো দেখতে ছোট আকারের গুল্ম, Typha elephantiana-এর স্থানীয় নাম। এ উদ্ভিদ Typhaceae গোত্রের এক সদস্য এবং সুন্দরবনের নদী-নালার কিনার বরাবর প্রচুর পরিমাণে জন্মে। হোগলা দেখতে অন্যান্য সাধারণ ঘাসের মতোই, এর উচ্চতা হয় দুই থেকে পাঁচ মিটার পর্যন্ত। পত্রফলক চেপ্টা এবং স্পঞ্জের মতো নরম কলায় গঠিত। এ উদ্ভিদ থেকে প্রচুর পরিমাণ পরাগরেণু উৎপন্ন হয়। এর মূলতন্ত্র অাঁশ বা তন্তুর মতো অংশে গঠিত।
সুন্দরবন ছাড়াও সিলেটের বিল, হাওর ও অন্যান্য নিচু এলাকায় প্রচুর হোগলা জন্মে। মাদুর তৈরিতে এটি ব্যাপক ব্যবহূত হয়। এছাড়া ঝুরি ও দড়ি তৈরিতে এবং কারিগরি শিল্পে শুকনা হোগলার ব্যবহার রয়েছে। [আবুল খায়ের]