সঙ্গীতদামোদর

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০৫, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

সঙ্গীতদামোদর  সংস্কৃত অলঙ্কারশাস্ত্রের একখানা গ্রন্থ। এর প্রণেতা শুভঙ্কর ছিলেন কারও মতে বাঙালি, কারও কারও মতে আসামি বা বিহারি। তিনি ১৫শ শতকে জীবিত ছিলেন বলে অনুমান করা হয়। গ্রন্থখানি বঙ্গীয় বৈষ্ণব সমাজে সবিশেষ সমাদৃত। পাঁচটি ‘স্তবকে’ রচিত এ গ্রন্থে গীত, বাদ্য, নৃত্য ও নাটক সম্পর্কিত আলোচনা স্থান পেয়েছে। বিভিন্ন স্তবকে আলোচিত বিষয়সমূহ হচ্ছে: ১. রসের ভিত্তিস্বরূপ ভাব, নায়িকার আকর্ষণীয় ও ব্যঞ্জনাময় অঙ্গভঙ্গি, অনুভাব, অভিসারের উপযোগী সময় ও স্থান, প্রেমিকের মনোভাব, দূতী, বিভাব; ২. নায়িকা, সখী, নায়ক, ধ্বনি, গীত; ৩. স্বর, স্বরকম্প, অক্ষরত্রয়াত্মক গণ (যথা ত্রিহ্রেক-ম), স্বরসপ্তকের আরোহ-অবরোহ, বর্ণপঞ্চকাত্মক বর্গ (যথা ক, চ ইত্যাদি), রাগ, তাল; ৪. শ্রুতি, নায়কের সচিব, কলা, বাদ্য, অঙ্গহার, নৃত্য, নাট্য, মঞ্চ, জর্জরনামক স্তম্ভের পূজা, পূর্বরঙ্গ, নান্দী, সূত্রধার, প্রস্তাবনা, বিষ্কম্ভক, প্রবেশক, অর্থপ্রকৃতি, ভাষা, নাট্যে সম্বোধনপ্রকার, নাট্যালঙ্কার, রূপক, উপরূপক, নাট্যসন্ধি; ৫. গীতদোষ, গীতাংশ, যতি ও নবরস।  [সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়]