সংস্কৃত সাহিত্য পরিষৎ
সংস্কৃত সাহিত্য পরিষৎ প্রাচ্যবিদ্যার প্রসিদ্ধ প্রতিষ্ঠানসমূহের অন্যতম। সংস্কৃত ভাষা ও সাহিত্য সম্পর্কে গবেষণা এবং প্রাচীন ভারতীয় কৃষ্টি ও গৌরব রক্ষার উদ্দেশ্যে ১৯১৬ খ্রিস্টাব্দে কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিল ‘বঙ্গীয় ছাত্র সমিতি’; পরে সংস্কৃত সাহিত্য পরিষৎ নাম হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে একটি সমৃদ্ধ গ্রন্থাগার ও পুথিশালা রয়েছে। এখানে বহু প্রাচীন পুথি এবং সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বিষয়ক দুষ্প্রাপ্য প্রাচীন গ্রন্থের পাশাপাশি নতুন প্রকাশিত গ্রন্থও রয়েছে। তাই সংস্কৃত বিষয়ে গবেষকদের নিকট এটি একটি বিশাল জ্ঞানভান্ডারস্বরূপ। এখানে টোল বিভাগে প্রাচীন ধারায় সংস্কৃত বিষয়ে পাঠদানও করা হয়। সংস্কৃত সাহিত্য পরিষৎ পত্রিকা নামে সংস্কৃত ভাষায় এর মুখপত্রটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। [সত্যনারায়ণ চক্রবর্তী]