রোটারী ইন্টারন্যাশনাল, বাংলাদেশ
রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ১৯৩৭ সালের ২২ ডিসেম্বর ঢাকায় রোটারি ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং মাত্র ৮৮ জন ডিস্ট্রিক্ট সদস্যকে নিয়ে পরবর্তী বছরের ২৬ ফেব্রুয়ারি সনদ প্রাপ্ত হয়। তখন থেকে রোটারি কার্যক্রম প্রসারিত হচ্ছে। এখন পর্যন্ত রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ এর তত্ত্বাবধানে ২০৫ টি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। যার মোট সদস্য সংখ্যা হলো ৪৩০০। এছাড়াও এর অনেক জুনিয়র ক্লাব রয়েছে যেমন, রোটারাক্ট ক্লাব (সদস্য ১৮০), ইন্টারাক্ট ক্লাব (সদস্য ২০) এবং রোটারি কমিউনিটি কোর্পস (সদস্য ৫০)।
কেন্দ্রিয় রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল এবং স্থানীয় ক্লাবগুলির যৌথ অর্থায়ানে রোটারি ক্লাবগুলি উন্নয়ন ও সেবামূলক পরিকল্পনা বাস্ত্তবায়ন করে। রোটারি ক্লাবের মূলমন্ত্র হলো ‘নিজের থেকে সেবা বড়’ (Service above Self)। রোটারি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সারা বিশ্বের রোটারিয়ানদের মধ্যে আন্তর্জাতিক চৈতনাকে (esprit de core or spirit of core) প্রচার করে। রোটারি ক্লাবগুলি সমাজকল্যাণ এবং উন্নয়নমূলক কার্যক্রম যৌথ বা একক উভয়ভাবে পরিচলানা করে থাকে এবং সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের উদ্যোক্তা ও সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হয়। সামাজিক সংহতি ও সঙ্গতি, এবং উন্নয়নে উৎসাহদানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত ফোরাম। [জাহিদুল ইসলাম]