রোটিফার
রোটিফার প্রাণিজগতের Rotifera পর্বের বহুকোষী আণুবীক্ষণিক প্রাণীদের যেকোন সদস্য।
এদের অনেক সময় হুইল এনিম্যালকিউল (wheel animalcule) বলা হয়। দেহের সম্মুখভাগের করোনা (corona) নামের সিলিয়াবিশিষ্ট এক অঙ্গ এদের অন্যন্য বৈশিষ্ট্য। সাধারণত স্বাদু পানির বাসিন্দা হলেও মাঝেমধ্যে লোনাপানি ও আর্দ্র স্যাঁতসেঁতে স্থলভাগেও থাকে। এগুলি স্বাদুপানির মাছের অন্যতম প্রধান খাদ্য।
বাংলাদেশে অনেকগুলি রোটিফার প্রজাতি শনাক্ত করা হয়েছে। এদের বহুদৃষ্ট প্রজাতি হলো Brachionus diversicornis, B. falcatus, B. quadridentatus, B. calyciflorus, B. havanensis এবং B. forficula। এদেশে রোটিফারের অন্যান্য উলেখযোগ্য গণের মধ্যে রয়েছে Keratella, Monostyla, Lecane, Lepadella, Filinia, Trichocerca, Polyarthra ইত্যাদি। [আব্দুল মালেক ভুঁইয়া] #