মেরী এন্ডারসন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মেরী এন্ডারসন  এককালের বিলাসবহুল প্রমোদতরী, বর্তমানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত একটি ভাসমান রেস্তোরাঁ ও বার। ১৯৩৩ সালে কলকাতা শিপইয়ার্ডে ১৫০ ফুট দীর্ঘ ‘স্টেট ইয়ট মেরী এন্ডারসন’ ১ লাখ ২৪ হাজার ৭০২ টাকা ব্যয়ে বাংলার গভর্নরের জন্য নির্মিত হয়েছিল। তৎকালীন গভর্নর স্যার জন এন্ডারসনের কন্যার নামে এই বাষ্পীয় পোতটির নামকরণ করা হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তৎকালীন পূর্ব বাংলার গভর্নর কর্তৃক এবং ১৯৭১ সালের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক তরীটি ব্যবহূত হত। এই ঐতিহাসিক তরীটির যথার্থ ও সর্বাধিক ব্যবহারের লক্ষ্যে ১৯৭৮ সালে এটি বাংলাদেশ পর্যটন করপোরেশনকে দান করা হয়। করপোরেশন তরীটিকে একটি ভাসমান রেস্তোরাঁয় রূপান্তরিত করে। ১৯৭৮ সালের ২৪ সেপ্টেম্বর রবিবার এর উদ্বোধন করা হয়। মেরী এন্ডারসন রেস্তোরাঁয় প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক ও দর্শকের সমাগম হয়।  [সিরাজুল ইসলাম]