মুহম্মদ শাহ বিন হামজাহ শাহ
মুহম্মদ শাহ বিন হামজাহ শাহ (১৪১২ খ্রি) প্রথম ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান। পিতা সাইফুদ্দীন হামজাহ শাহের মৃত্যুর পর মুহম্মদ শাহ ৮১৪ হিজরিতে (১৪১২ খ্রি) বাংলার কোন এক অঞ্চলে নিজেকে সুলতান বলে ঘোষণা করেন। তিনি নিজ নামে মুদ্রা প্রচলন করেন এবং আবু আল-মুজাফ্ফর মুহম্মদ শাহ বিন হামজাহ শাহ উপাধি ধারণ করেন। হামজা শাহের ক্রীতদাস শিহাবুদ্দীন এবং ভাতুড়িয়ার জমিদার রাজা গণেশের কাছে পরাজিত হওয়ার ফলে তাঁর রাজত্বকাল এবং প্রথম ইলিয়াস শাহী সুলতানদের শাসনের অবসান হয়। [এ.বি.এম শামসুদ্দীন আহমদ]