মান্নান, কাজী আবদুল
মান্নান, কাজী আবদুল (১৯৩০-১৯৯৪) শিক্ষাবিদ, গবেষক। তিনি ১৯৩০ সালের ১ জানুয়ারি মালদহ শহরের মীরচকে জন্মগ্রহণ করেন। রাজশাহীর দাদনচক হেমায়েত মেমোরিয়াল হাই মাদ্রাসা থেকে ১৯৪৫ সালে হাই মাদ্রাসা পরীক্ষা এবং মালদহ কলেজ থেকে ১৯৪৭ সালে আইএ পরীক্ষা পাস করার পর তিনি ১৯৪৯ সালে রাজশাহী কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে বিএ এবং ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বাংলা দোভাষি পুঁথি বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৫২ সালে সিলেট এম সি কলেজে প্রভাষক হিসেবে। ১৯৫৪ সালে তিনি রাজশাহী কলেজে যোগদান করেন। ১৯৫৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করে পরের বছর স্থায়ী নিয়োগ পান। পরে প্রফেসর পদে উন্নীত হন। ১৯৯১ সালে অবসর গ্রহণের পূর্বের তিন বছর তিনি নজরুল অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
১৯৬১ সালে আবদুল মান্নানের আধুনিক বাংলা সাহিত্যে মুসলিম সাধনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৬৬ সালে তাঁর গবেষণা অভিসন্দর্ভ The Emergence and Development of Dobhasi Literature in Bengal (upto 1855 A. D) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৯৭০), রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম ও অন্যান্য প্রসঙ্গ (১৯৮৯) এবং আধুনিক বাংলা সাহিত্য ও মুসলিম সমাজ (১৯৯০)। এছাড়া তিনি মশাররফ রচনা সম্ভার (৫ খন্ড, ১৯৭৬-১৯৮৬) গ্রন্থটি সম্পাদনা করেন। তিনি তাঁর মৌলিক ও সম্পাদিত গ্রন্থসমূহে বাংলার মুসলমান সাহিত্যিকদের অবদানের কথা তুলে ধরেন।
কাজী আবদুল মান্নান ১৯৭১ সালে প্রবাসে (ভারতে) থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে একজন সংগঠকের ভূমিকা পালন করেন।
গবেষণামূলক সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৬২ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৮১ সালে মাদার বখস্ সাহিত্য পুরস্কার এবং ১৯৯৩ সালে বাংলা একাডেমী প্রদত্ত সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালের ২২ মার্চ রাজশাহীতে তাঁর মৃত্যু হয়। [ওয়াকিল আহমদ]