মৃত্তিকা সিরিজ
মৃত্তিকা সিরিজ (Soil Series) সদৃশ জলবায়ু, নিষ্কাশন, গাছপালা ও সময়ের প্রভাবাধীনে একই/সদৃশ উৎস বস্ত্ত থেকে উৎপন্ন মৃত্তিকার একটি গ্রুপ, যাদের সব প্রধান ক্ষিতিজের প্রকার ও অনুক্রম একই ধরনের হলেও কিছু পার্থক্যকারী বৈশিষ্ট্য বিদ্যমান। মৃত্তিকা শনাক্তকরণের সুবিধার জন্য মৃত্তিকা সিরিজের নাম দেওয়া হয়, যাতে প্রতিটি সিরিজকে অন্য সিরিজ থেকে প্রতিবার এদের সব ধর্মের বিস্তারিত বর্ণনা ব্যতীত পার্থক্য করা যায়। মৃত্তিকা সিরিজের নাম কোন এলাকার নাম অনুসারে করা হয়, যেখানে একে প্রথম শনাক্ত করা হয়। তেজগাঁও, সারা এবং বরিশাল সিরিজ মৃত্তিকা সিরিজের কিছু উদাহরণ। তৎসত্ত্বেও এটা সত্য, বরিশাল সিরিজ নামক একটি নির্দিষ্ট মৃত্তিকার অর্থ এই নয় যে, এ মৃত্তিকাটি কেবল বরিশাল শহর, থানা বা জিলার সীমানার মধ্যেই পাওয়া যায়। এ নামটি বরিশাল সিরিজের জন্য নির্দিষ্ট ধর্মাবলি সংবলিত সব মৃত্তিকার ক্ষেত্রেই প্রযোজ্য, যদিও বা মৃত্তিকাগুলো প্রথম শনাক্তকৃত অঞ্চল থেকে অনেক অনেক কিলোমিটার দূরে অবস্থিত। সিরিজ নাম তথ্যনির্দেশকে সহজতর করতে ব্যবহূত একটি চিহ্ন মাত্র। বাংলাদেশে প্রাথমিক জরিপের সময় ৫০০-এর কাছাকাছি মৃত্তিকা সিরিজ শনাক্ত করা হয়েছে। এসব মৃত্তিকা সিরিজে অন্তর্ভুক্ত এলাকার পরিমাণে পার্থক্য বিদ্যমান। [মোহাম্মদ সুলতান হোসেন]