বেগুন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

বেগুন (Brinjal)  Solanaceae গোত্রের জনপ্রিয় সবজি প্রজাতি Solanum melongena।

বারি বেগুন : নয়নতারা
কাজলা

প্রায় ২৯,১২৩ হেক্টরে এর চাষ হয় এবং ফলন হয় প্রায় ১,৮৭,৭০৫ মে টন। এ সবজি ক্যালসিয়াম, ফসফরাস, গন্ধক, ক্লোরিন এবং ভিটামিন ‘এ’ ও ‘সি’-তে সমৃদ্ধ। চারা লাগানোর সময় অক্টোবর থেকে নভেম্বর; ৯০-১০০ দিনে ফলন দেয়। জাত অনুসারে হেক্টর প্রতি বেগুন উৎপন্ন হয় ৪০-৪৫ মে টন। জনপ্রিয় স্থানীয় ভ্যারাইটির মধ্যে ইসলামপুরী, খাটখাটিয়া, দোহাজারি, ভোলানাথ ও সিংহনাথ উল্লেখযোগ্য। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) পাঁচটি জাত উদ্ভাবন করেছে, যেমন উত্তরা, শুকতারা (সংকর), তারাপুরী (সংকর), নয়নতারা ও কাজলা। গফরগাঁয়ের বেগুন আকার ও স্বাদে অনন্য। বাংলাদেশে প্রধানত শীতকালে বেগুনের চাষ হলেও এখন প্রায় সারা বছরই এ সবজি উৎপন্ন হয়।

[এ.কে.এম মতিয়ার রহমান]