বোর্ন, স্যার ফ্রেডারিক চামার্স
বোর্ন, স্যার ফ্রেডারিক চামার্স (১৮৯১-১৯৭৭) সরকারি কর্মকর্তা, পূর্ববাংলা প্রদেশের প্রথম গভর্নর। ১৮৯১ সালের ১২ আগস্ট তাঁর জন্ম। তিনি রাগবিতে লেখাপড়া করেন এবং অক্সফোর্ড ক্রাইস্ট চার্চ থেকে এম.এ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯১০ থেকে ১৯২০ সাল পর্যন্ত কুইন্স ওউন (আর ডব্লিউ কেন্ট রেজিমেন্ট) চতুর্থ ব্যাটালিয়নে কাজ করেন। চামার্স বোর্ন ১৯২০ সালে ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন এবং লাহোরের ডেপুটি কমিশনার (১৯৩৭-৪০), পাঞ্জাব সরকারের স্বরাষ্ট্র সচিব (১৯৪০-৪১) এবং চীফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মধ্য প্রদেশ ও বেরারের ভারপ্রাপ্ত গভর্নর (১৯৪৫ সালের মে-অক্টোবর), আসামের ভারপ্রাপ্ত গভর্নর (১৯৪৬) এবং পুনরায় মধ্য প্রদেশ ও বেরারের গভর্নর (১৯৪৬-৪৭) ছিলেন। ভারত বিভাগের পর তিনি পূর্ববাংলা প্রদেশের গভর্নর নিযুক্ত হন এবং ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ১৯৫০ সালের ৫ এপ্রিল পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন।
বোর্ন ১৯৫৫ সালে গোল্ডকোস্টে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রিটিশ সরকার কর্তৃক কেসিএসআই (১৯৪৬), সিএসআই (১৯৪৪) এবং সিআইই (১৯৪১) খেতাবে ভূষিত হন। ১৯৭৭ সালে তাঁর মৃত্যু হয়। [আবু জাফর]