মীর মুহাম্মদ মাসুম
মীর মুহাম্মদ মাসুম (১৭শ শতক) ফারসি কবি ও ঐতিহাসিক। তিনি প্রথমে সম্রাট শাহজাহানের দরবারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং সেখানেই শাহজাদা শাহ শুজার সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। তিনি শাহ শুজার সঙ্গে বাংলায় আসেন এবং দীর্ঘকাল তাঁর কর্মচারী ও সহচররূপে অতিবাহিত করেন।
মুহাম্মদ মাসুম শাহ শুজার পক্ষে অনেক যুদ্ধ করেন, এমনকি দারা ও আওরঙ্গজেবের বিরুদ্ধেও শাহ শুজার হয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। মালদহে থাকাকালে ১৬৬০ খ্রিস্টাব্দে তিনি এসব যুদ্ধবিগ্রহের ঘটনাবলি তাঁর তারিখে শাহ শুজাই গ্রন্থে লিপিবদ্ধ করেন। ফারসি ভাষায় রচিত এ গ্রন্থের একটি পান্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে।
মাসুমের গদ্য অত্যন্ত উন্নত মানের। গ্রন্থে তাঁর কিছুসংখ্যক ফারসি কবিতাও সন্নিবেশিত হয়েছে। নওয়াব সিদ্দিক হাসানের শাম্-এ-আন্জুমান গ্রন্থেও মাসুমের সাতটি ফারসি কবিতা উদ্ধৃত হয়েছে। [আবু মূসা মোঃ আরিফ বিল্লাহ]